Baguiati murder: জোড়া ছাত্র খুনে উত্তপ্ত বাগুইআটি, মমতার নির্দেশে ওসিকে ক্লোজ

বাগুইআটির (Baguiati murder) জোড়া হত্যাকাণ্ডের ঘটনায় গোটা রাজ্য সরগরম। মৃত দুই মাধ্যমিক পরীক্ষার্থির পরিবার পুলিশের গাফিলতি নিয়ে প্রশ্ন অবধি তুলেছে। এদিকে এই ঘটনায় এবার প্রতিক্রিয়া দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পুলিশের ভূমিকা নিয়ে ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাগুইআটি থানার ওসি কল্লোল ঘোষকে ক্লোজ করা হয়েছে। একইসঙ্গে খুনের ঘটনায় সিআইডি তদন্তের নির্দেশ দিয়েছেন তিনি।

প্রশাসনিক বৈঠকে মমতা জানিয়েছেন, ‘কেন এমন ঘটনা ঘটল? পুলিশ এতদিন কী করছিল?’ এমনকি নবান্নে ডেকে পাঠিয়েছেন জিডিকে। রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম। রাজ্যের মন্ত্রী জানিয়েছেন, ‘মুখ্যমন্ত্রী অত্যন্ত দুঃখপ্রকাশ করেছেন। দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে। অভিযুক্তদের গ্রেফতার করা হবে। পরিবারের পাশে আমরা আছি। এর তদন্তভার সিআইডি-র হাতে দেওয়া হল।’

   

অন্যদিকে মৃতদের পরিবার সিবিআই তদন্তের দাবি তুলছেন। বাগুইআটির হিন্দু বিদ্যাপীঠের দশম শ্রেণির ছাত্র অতনু এবং অভিষেক। সূত্রের খবর, ২২ অগস্ট থেকে নিখোঁজ ছিল দুই ছাত্র। ২৩ অগস্ট থানায় নিখোঁজ ডায়েরিও করে পরিবার। এরপর মুক্তিপণ চেয়ে বারবার বারবার এসএমএস করা হয় পরিবারগুলিকে। কিন্তু অভিযোগ জানানোর পরেও পুলিশের তরফে কোনও পদক্ষেপ নেওয়া হয়নি বলে অভিযোগ তুলেছে পরিবার। এরপর ৬ সেপ্টেম্বর বসিরহাট হাসপাতালের মর্গ থেকে দুই ছাত্রের দেহ নিয়ে আসে পুলিশ।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন