Mamata Banerjee: হাসপাতালে গেলেন মমতা

Mamata Banerjee

এসএসকেএম হাসপাতালে এলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। উত্তরবঙ্গ সফরের সময় জুন মাসে পায়ে চোট পান মুখ্যমন্ত্রী। এরপর থেকে একাধিকবার এসএসকেএমে এসেছেন তিনি। শুক্রবার আবারও সেখানে এলেন। গাড়ি থেকে নেমে তিনি বলেন, “সব ঠিক আছে। একটু চেক আপ করতে এসেছি। সময় পাই না। তাই এলাম। পরীক্ষানিরীক্ষা করব।”

গত জুন মাসে উত্তরবঙ্গ সফরে গিয়ে পায়ে চোট পান মমতা বন্দ্যোপাধ্যায়। প্রাকৃতিক দুর্যোগের কারণে মুখ্যমন্ত্রীর চপার সেবকে বায়ুসেনার এয়ারবেসে জরুরি অবতরণ করানো হয়েছিল। সেই সময়ই পায়ে চোট পান। কলকাতায় ফিরে তড়িঘড়ি এসএসকেএমে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়।

   

কপ্টার দুর্বিপাকে সেই চোটের পর বেশ কিছুদিন ঘরেও বিশ্রামে থাকতে হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়কে। বিশেষজ্ঞ চিকিৎসক দলের নজরে থেকেছেন দীর্ঘ সময়। পায়ে অস্ত্রোপচার করতে হয়েছে। তারপরও হাঁটুতে বেশ কিছু সমস্যা হয়েছিল। কিছুদিন আগেই পাহাড়ে গেছিলেন। সেখানেও একাধিক কর্মসূচিতে যোগ দেন তিনি। দিল্লিতেও গেছিলেন।

এসএসকেএম সূত্রে জানা যায়, মুখ্যমন্ত্রীর কাঁধে কোনও সমস্যা হচ্ছে। ডান কাঁধে জয়েন্টে ফোলা ভাব আছে। তা নিয়ে এসএসকেএমে আসতে পারেন তিনি। যদিও এদিন মমতা জানিয়ে দেন, তিনি ঠিক আছেন।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন