HomeWest BengalKolkata Cityবন্যার উদ্বেগ নিয়ে উৎসবের সূচনায় মুখ্যমন্ত্রী, উদ্বোধন দুটি দমকল কেন্দ্রের

বন্যার উদ্বেগ নিয়ে উৎসবের সূচনায় মুখ্যমন্ত্রী, উদ্বোধন দুটি দমকল কেন্দ্রের

- Advertisement -

উৎসবের সূচনায় মুখ্যমন্ত্রী (CM)। শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের পুজো উদ্বোধন করলেন মমতা ব্যানার্জ্জী (Mamata Banerjee)। প্রতি বছরের মতন মহালয়ার আগে পিতৃপক্ষেই দুর্গা পুজোর উদ্বোধন করলেন মুুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী অবশ্য বলেন, “আগামীকাল থেকে মাতৃপক্ষ শুরু হবে, তারপরে আমি উদ্বোধনের কাজটা করি। কিন্তু দুটো ফায়ার ব্রিগেডের উদ্বোধন ছিল। এটা জরুরি কাজ। তাই আগেই করলাম।” শ্রীভূমির পুজো মানে উপচে পড়া ভিড় তাই যানজটের পরিস্থিতি যাতে তৈরি না হয় সেদিকে বিশেষ নজর রাখার নির্দেশ দেন পুজো উদ্যোগত্তাদের। মঞ্চে দাড়িয়ে মুখ্যমন্ত্রী বলেন, ‘মানুষের মুখে হাসি না থাকলে দেবীর মুখে হাসি থাকে না। দুর্গত মানুষদের পাশে থাকার বার্তা দেন তিনি’।

 

   

রাজ্যের বন্যা পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন মমতা। ফের একবার উত্তরবঙ্গের বন্যা পরিস্থিতি নিয়ে নেপাল কে দুষলেন তিনি, কোশি নদীর জলে উত্তরে বন্যা ও ডিভিসির জলে ভাসছে দক্ষিন দাবি মমতার। ‘মেন মেড বন্যা’ পরিকল্পনা করে বাংলাকে ভাসানো হল, নাম না করে কেন্দ্রকে নিশানা মমতার। মোটের উপর রাজ্যের সব কটি বন্যা কবলিত জায়গা পরিদর্শন করেছেন মুখ্যমন্ত্রী। ঘাটাল সহ অন্য এলাকায় ত্রান পৌঁছে দিয়েছে রাজ্য প্রসাশন। সাংসদ পার্থ ভৌমিক ও নৈহাটির বড় মা মন্দির ট্রাস্ট যে ত্রান সামগ্রিক পৌঁছে দিয়েছে, তা উল্লেখ করেন তিনি। মহালয়ার দিন ভরা কোটাল তাই গঙ্গার তীরবর্তী এলাকার মানুষকে সতর্ক থাকার বার্তা দেন মুখ্যমন্ত্রী।

ন্যাশনাল মেডিক্যালে ভয়াবহ আগুন, ধোঁয়ায় ঢাকল চারপাশ

এদিনের মঞ্চ থেকে রাজ্যের অগ্নিনির্বাপণ ব্যবস্থাকে আরও উন্নততর করতে দুটি দমকল কেন্দ্রের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী।তিলপাড়া ও দুবরাজপুরে নয়া দমকল স্টেশনের উদ্বোধন হয় এদিন।তিনি বলেন, “এখন আমরা কিছু ই-সাইকেলও দমকলকে দিচ্ছি। যাতে কোথাও এমার্জেন্সি হলে তৎক্ষণাও ঢুকতে পারে। কারণ, অনেক রাস্তায় দমকলের বড় গাড়ি ঢুকতে পারে না।” 

- Advertisement -
Business Desk
Business Desk
Stay informed about the latest business news and updates from Kolkata and West Bengal on Kolkata 24×7
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular