২ অক্টোবর থেকে ট্রেন পরিষেবায় আসছে বিরাট বদল, আর চলবে না এমন রেক

আগামীকাল অর্থাৎ ২ অক্টোবর দেশ জুড়ে মহাত্মা গান্ধী ও প্রাক্তন প্রধানমন্ত্রী লাল বাহাদুর শাস্ত্রীর জন্মদিবসে উল্লেখযোগ্য পদক্ষেপ নিতে চলেছে পূর্ব রেল (Eastern Railway)। যাত্রী সংখ্যা…

Indian Railway

আগামীকাল অর্থাৎ ২ অক্টোবর দেশ জুড়ে মহাত্মা গান্ধী ও প্রাক্তন প্রধানমন্ত্রী লাল বাহাদুর শাস্ত্রীর জন্মদিবসে উল্লেখযোগ্য পদক্ষেপ নিতে চলেছে পূর্ব রেল (Eastern Railway)। যাত্রী সংখ্যা বাড়তে দেখে বেশিরভাগ ট্রেন এখন ১২ কোচের করা হয়েছে। বুধবার থেকে পরিষোবায় বদল আনতে চলেছে রেল।

পূর্ব রেলের পক্ষ থেকে জানানো হয়েছে, ২ অক্টোবর থেকে সমস্ত EMU ট্রেন পরিষেবা ১২ কোচের করা হচ্ছে। তবে কৃষক স্পেশাল ট্রেনটি এই ঘোষণার বাইরে রাখা হয়েছে। রেল আরও জানিয়েছে, বর্তমানে চলা ৬০০১৬ – ১১৪২২ (৯) রেকটি কাল থেকে আর চলবে না। পরবর্তী সময়ে এই রেক কাঁচরাপাড়ায় পিওএইচ কাজের পর হাওড়া বিভাগে ট্রান্সফার করা হবে। নৈহাটি – ব্যান্ডেল রুটে চলার জন্য সংরক্ষিত থাকবে এটি।

   

প্রসঙ্গত, দক্ষিণ ভারতে ঘুরতে যাওয়ার জন্য দক্ষিণ পূর্ব রেল একজোড়া স্পেশাল ট্রেনের ঘোষণা করেছে। জানানো হয়েছে, ০৬০৭৭ এম জি আর চেন্নাই সেন্ট্রাল-সাঁতরাগাছি স্পেশাল ট্রেনটি ৩০ নভেম্বর পর্যন্ত প্রতি শনিবার চালানো হবে। আবার ০৬০৭৮ সাঁতরাগাছি- এম জি আর চেন্নাই সেন্ট্রাল স্পেশাল ট্রেনটি ২ নভেম্বর পর্যন্ত প্রতি সোমবার করে ছাড়বে। এগুলি যদিও গত ২১ ও ২৩ সেপ্টেম্বর থেকেই শুরু হয়েছে। 

পুজোর মাস আর্থাৎ অক্টোবরের প্রথম দিনে কয়েকটি ট্রেনের সময়সূচি বদলের পাশাপাশি বাতিল থাকার কথাও ঘোষণা করেছে রেল (Eastern Railway)। যেমন আজ ১ অক্টোবর ১৮৪১৬ পুরী-বারবিল এক্সপ্রেস বর জামদা স্টেশন পর্যন্ত চালানো হবে। আবার ১২০২২ বারবিল-হাওড়া জন শতাব্দী এক্সপ্রেস বারবিল থেকে দুপুর ১টা ৪০ মিনিটে ছাড়ার কথা থাকলেও সেটি সন্ধ্যে ৬টা ৪০ মিনিটে ছাড়বে বলে জানানো হয়েছে।