SSKM হাসপাতালে নার্সিং ছাত্রীর ঝুলন্ত দেহ, ব়্যাগিং নাকি আত্মঘাতী ?

DEATH

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্র স্বপ্নদীপের মৃত্যুর রহস্য উন্মোচন হওয়ার আগেই এসএসকেএমের নার্সিং দ্বিতীয় বর্ষের ছাত্রীর রহস্য মৃত্যু। হোস্টেল বাথরুম থেকে উদ্ধার হয় তার ঝুলন্ত দেহ। নার্সিং পড়ুয়াদের হোস্টেলের বাথরুম থেকে সকাল সাড়ে ১১ টা নাগাদ ছাত্রীর ঝুলন্ত দেহ উদ্ধার হয়। রায়গঞ্জের বাসিন্দা অঙ্কিতা কর্মকার নার্সিংয়ের দ্বিতীয় বর্ষের ছাত্রী।

সকালে তার সহকর্মীরা দেখেন যে অঙ্কিতার দেহ বাথরুমে ঝুলছে। এরপরেই এসএসকেএম মেডিক্যাল কলেজের পুলিশ ফাঁড়িতে খবর দেওয়া হয়। তারপর উদ্ধার হয় তার দেহ।

   

কেনও অঙ্কিতা আত্মহত্যা করেছে এই বিষয়ে এখনও কিছু জানা যায়নি। গোটা ঘটনা খতিয়ে দেখছে পুলিশ। এবং তার সহপাঠীদের কাছেও চলছে জিজ্ঞাসাবাদ। এসএসকেএম মেডিক্যাল কলেজের হাসপাতালেই তার দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

স্বপ্নদেবের মৃত্যুর পরেই ফের এক ছাত্রী মৃত্যু। এসএসকেএম মেডিক্যাল কলেজের এই ছাত্রী মৃত্যুর ঘটনায় রীতিমত শোরগোল পড়েছে চারিদিকে। আত্মহাত্যা নাকি খুন? ঘটনাস্থল ঘিরে সব কিছু খতিয়ে দেখছে পুলিশ।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন