চাঁদনী মার্কেটের বহুতলে ভয়াবহ অগ্নিকান্ড

ভর সন্ধেবেলা চাঁদনী মার্কেটের বহুতলে ভয়াবহ অগ্নিকান্ড। বহুতলের গুদামে (fire incident)আগুন লেগেছে বলে জানা গিয়েছে। ঘটনাস্থলে দমকলের একাধিক ইঞ্জিন এসে উপস্থিত হয়েছে। এলাকা জুড়ে ছড়িয়েছে…

chandni-market-multi-storey-fire-kolkata

ভর সন্ধেবেলা চাঁদনী মার্কেটের বহুতলে ভয়াবহ অগ্নিকান্ড। বহুতলের গুদামে (fire incident)আগুন লেগেছে বলে জানা গিয়েছে। ঘটনাস্থলে দমকলের একাধিক ইঞ্জিন এসে উপস্থিত হয়েছে। এলাকা জুড়ে ছড়িয়েছে চাঞ্চল্য। উৎসবের মরশুমে গুদামে আগুন লাগায় মাথায় হাত ব্যাবসায়ীদের।

Advertisements

বহুতলটির তিন তলায় একটি অফিস রয়েছে সেখানকার কর্মীরাই প্রথম টের পান কালো ধোঁয়া। তারপর আগুন দেখে দমকলকে খবর দেন তারা। স্বভাবিক ভাবেই এই অগ্নিকান্ডে যথেষ্ট আতঙ্কিত অফিস কর্মীরা। গুদামটি বহুতলের দোতলায় এবং সেখানেই আগুন লেগেছে বলে জানা গিয়েছে প্রত্যক্ষদর্শীদের সূত্রে।

   

খবর পেয়ে ফায়ার সার্ভিসের একাধিক ইঞ্জিন ঘটনাস্থলে ছুটে আসে। প্রথমে চারটি ইউনিট পৌঁছালেও আগুনের তীব্রতা দেখে আরও কয়েকটি ইউনিট যোগ দেয়। ফায়ার ফাইটাররা ঝুঁকি নিয়ে ভবনের ভেতরে প্রবেশ করে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালান। স্থানীয়রা জল ছিটিয়ে সাহায্য করার চেষ্টা করেন, কিন্তু বহুতল হওয়ায় তা যথেষ্ট হয়নি। রাত গড়ানোর সাথে সাথে আগুন কিছুটা নিয়ন্ত্রণে আসে, তবে পুরোপুরি নেভাতে সময় লাগে।

প্রাথমিক তদন্তে বৈদ্যুতিক শর্ট সার্কিটকে আগুনের কারণ বলে ধারণা করা হচ্ছে, যদিও নির্দিষ্ট কারণ জানতে ফরেনসিক টিমের তদন্ত চলছে।চাঁদনী চক মার্কেট ঢাকার ব্যস্ততম বাণিজ্যিক এলাকাগুলোর একটি। নিউ মার্কেটের উল্টোদিকে অবস্থিত এই মার্কেটে হাজার হাজার দোকান রয়েছে, যেখানে পোশাক, গয়না, প্রসাধনী থেকে শুরু করে নিত্যপ্রয়োজনীয় সামগ্রী বিক্রি হয়।

উৎসবের মরশুমে এখানে ক্রেতাদের ভিড় থাকে অবিশ্বাস্য। ঈদ, পূজা বা নববর্ষের কেনাকাটায় চাঁদনী চকের গুরুত্ব অপরিসীম। এই সময় গুদামগুলোতে মালামালের স্টক থাকে প্রচুর। এমন একটা সময়ে আগুন লাগায় ব্যবসায়ীরা চরম ক্ষতির মুখে পড়েছেন।

Advertisements