চাঁদনি চকে CESC ট্রান্সফর্মারে আগুন, ঘটনাস্থলে দমকলের একাধিক বাহিনী

Fire Breaks Out in High-Rise Building in Howrah, Locals Panic
Fire Breaks Out in High-Rise Building in Howrah, Locals Panic

রবিবার সকালে চাঁদনি চক এলাকায় অবস্থিত চলাকার কোম্পানি অফ কলকাতা সাপ্লাই কর্পোরেশন (CESC)‑এর একটি অফিস সংলগ্ন ট্রান্সফর্মারে হঠাত্ আগুন লেগেছে — এমনই খবর পাওয়া গেছে। ঘটনাটি ঘটে স্থানীয় সময় প্রায় সকাল আটটার দিকে। তথ্য পানোর সঙ্গে সঙ্গেই দমকল বাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভাতে তৎপর হয়েছে।

স্থানীয়দের জানা অনুযায়ী, ট্রান্সফর্মারটিতে আগুন লাগার সঙ্গে সঙ্গে ধোঁয়ার স্তূপ দেখা যায় এবং দ্রুতই উপরের এলাকার মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। প্রথমদিকে একাধিক পথচারী ও দোকানদার হঠাৎ ধোঁয়া ও আগুন দেখে দ্রুত নিরাপদ স্থানে সরে গেলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও দমকল বাহিনী দ্রুত ব্যবস্থা নেন। এলাকায় অস্থায়ীভাবে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হতে পারে এমনও সূত্র জানাচ্ছে।

   

 

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন