HomeWest BengalKolkata CityCESC-র বিরুদ্ধে সরব মুখ্যমন্ত্রী, পরিবারকে চাকরি দেওয়ার আবেদন

CESC-র বিরুদ্ধে সরব মুখ্যমন্ত্রী, পরিবারকে চাকরি দেওয়ার আবেদন

- Advertisement -

কলকাতা ২৩ সেপ্টেম্বর: কলকাতার একের পর এক এলাকা জলমগ্ন। টানা বৃষ্টিতে বিপর্যস্ত স্বাভাবিক জীবনযাত্রা। রাস্তাঘাট থেকে শুরু করে গলিপথ—সবই যেন ছোট ছোট পুকুরে পরিণত হয়েছে। এই পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যেই তিনি স্কুল ও কলেজে ছুটি ঘোষণা করেছেন।

কলকাতার বিভিন্ন এলাকায় টানা বৃষ্টির ফলে জল জমে বিপদ বেড়েছে সাধারণ মানুষের। বিশেষত বিদ্যুতের খোলা তার প্রাণঘাতী হয়ে উঠেছে। সোমবার ও মঙ্গলবার শহরের বিভিন্ন এলাকা থেকে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আটজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এই ঘটনায় ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি দায়ী করেছেন সিইএসসি-কে। তাঁর দাবি, বহুবার সতর্ক করার পরও বিদ্যুতের খোলা তার মেরামতির কাজ করা হয়নি। ফলে দুর্ঘটনা এড়ানো যায়নি।

   

মুখ্যমন্ত্রী বৃহস্পতিবার নবান্নে সাংবাদিকদের বলেন, ‘‘আমরা বারবার বলেছি কলকাতায় খোলা তারগুলো ঠিক করতে। শহরের নানা জায়গায় খুঁটি থেকে ঝুলে থাকা বা মাটিতে পড়ে থাকা তার বিপজ্জনক হয়ে উঠছে। তার পরও সিইএসসি কোনও কার্যকরী ব্যবস্থা নেয়নি। শুনেছি ৭–৮ জন মারা গিয়েছেন। এটা অত্যন্ত দুঃখজনক ও মর্মান্তিক।’’

মমতা বন্দ্যোপাধ্যায় এদিন স্পষ্ট জানিয়ে দেন, এই দুর্ঘটনায় মৃতদের পরিবারকে দায়বদ্ধ সংস্থা হিসেবে সিইএসসি-রই সাহায্য করতে হবে। ‘‘আমি স্পষ্ট জানাচ্ছি, এই পরিবারগুলোকে সিইএসসি-কে সাহায্য করতে হবে। তাঁদের একটা করে চাকরি দিতে হবে।’’ রাজ্য প্রশাসন সূত্রে জানা গিয়েছে, মুখ্যমন্ত্রীর নির্দেশে ইতিমধ্যেই খোলা তার চিহ্নিতকরণ এবং ঝুঁকিপূর্ণ এলাকাগুলি সাফাইয়ের কাজ শুরু করেছে কলকাতা পুলিশ ও বিদ্যুৎ দফতর। সিইএসসি-কে জরুরি ভিত্তিতে ব্যবস্থা নেওয়ার জন্য রাজ্য সরকারের পক্ষ থেকে চিঠি পাঠানো হয়েছে। একই সঙ্গে মুখ্যমন্ত্রী বেসরকারি সংস্থাগুলিকে পরিস্থিতির গুরুত্ব বোঝার পরামর্শ দিয়েছেন। তিনি বলেন, ‘‘যারা বেসরকারি সংস্থায় কাজ করেন, তাঁদের যাতায়াত এখন বিপজ্জনক। তাই যতটা সম্ভব বাড়ি থেকে কাজের সুযোগ দিন।’’

- Advertisement -
Suparna Parui
Suparna Paruihttps://kolkata24x7.in/author/suparna-parui
হাতেখড়ি চ্যানেলে। খবরের গন্ধ শনাক্ত করার কৌশল শেখা সেখান থেকেই। তারপর ৬ বছর ধরে বিনোদন রাজনীতির খবরের ব্যবচ্ছেদ করে চলেছি। খবর শুধু পেশা নয়, একমাত্র নেশাও বটে।কাজের পাশাপাশি সিনেমা দেখতে, গান শুনতে, বেড়াতে যেতে খুব ভালোলাগে। তাই সময় সুযোগ পেলেই বেরিয়ে পড়ি নতুন অ্যাডভেঞ্চারের উদ্দেশ্যে।
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular