লক্ষ্মীবারে রাজ্যের বিরাট লক্ষ্মীলাভ! কেন্দ্র পাঠাল কোটি কোটি টাকা

nabanna

লোকসভা ভোটের সময় থেকে রাজ্য বিভিন্ন ইস্যুতে কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগ করে এসেছিল। এইবার সেই অভিযোগের পাল্টা দিল কেন্দ্র। লোকসভা ভোট মিটতেই রাজ্যকে (Nabanna) বড় অঙ্কের বরাদ্দ দিল কেন্দ্র। দীর্ঘ এক বছর বাদে কেন্দ্রের থেকে টাকা পেল রাজ্য। স্বাস্থ্য পরিকাঠামো উন্নয়ন-সহ একাধিক খাতে কেন্দ্রের থেকে বরাদ্দ অর্থ পেল রাজ্য। ৩৮০ কোটি টাকা রাজ্যকে দিল কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক।

হাসপাতালগুলির পরিকাঠামো, বিভিন্ন জেলায়-জেলায় স্বাস্থ্য কেন্দ্রগুলির পরিকাঠামোগত উন্নয়নের জন্যেই টাকা বরাদ্দ হয়েছে। দীর্ঘ এক বছর কেন্দ্রীয় বরাদ্দ পায়নি রাজ্য। স্বাস্থ্য দফতরের তরফে একাধিকবার এই বরাদ্দ চেয়ে চিঠিও দেওয়া হয় কেন্দ্রকে।

   

প্রসঙ্গত চলতি বছর ফেব্রুয়ারি মাসে জল জীবন মিশন প্রকল্পে প্রায় এক হাজার কোটি টাকা কেন্দ্রীয় বরাদ্দ দেওয়া হয় রাজ্যকে। নবান্ন সূত্রে খবর ৯৫১ কোটি ৫৭ লক্ষ ২৫ হাজার টাকা ‘জলজীবন মিশন প্রকল্প’-এর দ্বিতীয় কিস্তির বরাদ্দ দেওয়া হয় রাজ্যকে। মূলত বাড়ি বাড়ি জল পৌঁছে দেওয়ার জন্য এই প্রকল্প কেন্দ্রীয় সরকার নেয়।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন