পুরসভায় নিয়োগ দুর্নীতির তদন্ত করবে সিবিআই

CBI west bengal

পুরসভার নিয়োগে দুর্নীতি হয়েছে সিবিআইয়ের তথ্যের ভিত্তিতে তদন্তের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। অয়ন শীলের একাধিক ঠিকানায় তল্লাশি অভিযান চালিয়ে তথ্য সংগ্রহ করে সিবিআই।

পুরসভায় নিয়োগ দুর্নীতির তদন্তে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশ, প্রয়োজন মনে করলে নতুন এফআইআর করে তদন্ত করতে পারবে সিবিআই।আগামী ২৮ তারিখের মধ্যে প্রাথমিক রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

   

বিভিন্ন পুরসভায় নিয়োগ সংক্রান্ত বেশ কিছু অনিয়মের নথিতে ১০০ কোটি টাকার বেশি লেনদেনের হদিশ মিলেছে। এর মধ্যে বেশ কিছু নথি সিবিআই সিবিআইইয়ের হাতে তুলে দেওয়া হয়েছে।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন