ছোটদের ডার্বি দেখতে হাজির ফেরেন্দো, এক নজরে দুই প্রধানের প্রথম একাদশ

গতকালের সিদ্ধান্ত অনুসারে আজ রিলায়েন্স ডেভলপমেন্ট লিগের ডার্বি ম্যাচের সময় পিছিয়ে দেওয়া হয়েছে আরো এক ঘন্টা পনেরো মিনিট। যারফলে, পুরোনো সময় অর্থাৎ দুপুর ৩টের বদলে বিকেল সওয়া চারটে নাগাদ শুরু হয়েছে ইমামি ইস্টবেঙ্গল বনাম এটিকে মোহনবাগানের ম্যাচ।

Juan Fernando at Reliance Development League Derby

গতকালের সিদ্ধান্ত অনুসারে আজ রিলায়েন্স ডেভলপমেন্ট লিগের ডার্বি ম্যাচের সময় পিছিয়ে দেওয়া হয়েছে আরো এক ঘন্টা পনেরো মিনিট। যারফলে, পুরোনো সময় অর্থাৎ দুপুর ৩টের বদলে বিকেল সওয়া চারটে নাগাদ শুরু হয়েছে ইমামি ইস্টবেঙ্গল বনাম এটিকে মোহনবাগানের ম্যাচ। উল্লেখ্য, এবারের এই টুর্নামেন্টে শুরু থেকেই যথেষ্ট ছন্দে থেকেছে দুই শিবির। এখনো পর্যন্ত যেমন অপরাজিত রয়েছে এটিকে মোহনবাগান ঠিক তেমনই জামশেদপুর ম্যাচে হঠাৎ হারতে হলেও পরের ম্যাচ জিতে ফের ছন্দে ফিরেছে লাল-হলুদ। সব থেকে উল্লেখযোগ্য বিষয় হল টুর্নামেন্টে যতবার মুখোমুখি হয়েছে কলকাতার এই দুই প্রধান, ততবারই অমিমাংসিত থেকে গিয়েছে ম্যাচের ফলাফল। তবে এবার জয় ছিনিয়ে নিতে মরিয়া দুই শিবির।

সেইজন্য এবারের এই ডার্বি নিয়ে উন্মাদনা ও চরমে সমর্থকদের মধ্যে। লাল-হলুদ থেকে সবুজ-মেরুন উভয় দলের সমর্থকদের উপস্থিতি যথেষ্ট চোখে পড়ার মতো। এছাড়াও আজকের এই ম্যাচ দেখতে নৈহাটিতে উপস্থিত হয়েছেন এটিকে মোহনবাগান দলের কোচ হুয়ান ফেরেন্দো। সুপার কাপ থেকে বিদায় নিয়ে এবারের মরশুম শেষ করতে হলেও এখন থেকেই আগামী মরশুমের প্রস্তুতি শুরু করে দিতে চান এই স্প্যানিশ কোচ। পাশাপাশি পাখির চোখ করছেন এফসি কাপকে।

তাই সিনিয়র দলের খেলা না থাকলে ও আজ জুনিয়রদের ডার্বি দেখতে হাজির হন বাগান কোচ। হয়ত এদের মধ্যে থেকেই আগামী দিনে সিনিয়র দলের জন্য খেলোয়াড় নির্বাচিত করবেন তিনি। অন্যদিকে লাল-হলুদ কর্তাদের ও নজর রয়েছে আজকের এই ম্যাচে। এবারের ফুটবল মরশুমে সিনিয়র দলের পারফরম্যান্স খুব একটা ভালো না থাকলেও যথেষ্ট ছন্দে রয়েছে ইমামি ইস্টবেঙ্গল ক্লাবের জুনিয়ররা। তাদের মধ্য দিয়েই এবার ডার্বি জয়ের সুখ পেতে চায় লেসলি ক্লডিয়াস সরনীর এই ক্লাব।

সেইমতো নিজেদের একাদশ সাজিয়েছে লাল-হলুদ। আজ গোলরক্ষক হিসেবে থাকছেন আদিত্য পাত্র, বাকিরা হলেন রাহুল নষ্কর, তুহিন দাস, অর্পণ পল্লী, অতুল উন্নিকৃষ্ণন, কুশ ছেত্রী, শ্যামল বিশড়া, মহম্মদ রোসেল, নাসিব রহমান, হিমাংশু জ্যাংড়া ও অমন। অপরদিকে সবুজ-মেরুনের তরফ থেকে গোলরক্ষক হিসেবে খেলছেন অর্শ, বাকিরা হলেন রবি রানা, আমনদ্বীপ, ব্রজেশ গিরি, সুহেল ভাট, নরগদোম্বা, অভিষেক, কিয়ান, রাজ বাশফোর,এঙ্গসং সিং ও রিকি সাবং। শেষ হাসি কারা হাসে এখন সেটাই দেখার।