HomeWest BengalKolkata CityRampurhat Massacre: আদালতে প্রাথমিক রিপোর্ট জমা দিল সিবিআই

Rampurhat Massacre: আদালতে প্রাথমিক রিপোর্ট জমা দিল সিবিআই

- Advertisement -

রামপুরহাটের বগটুই গ্রামের গণহত্যার ঘটনা নিয়ে অবশেষে আদালতে প্রাথমিক রিপোর্ট জমা দিল সিবিআই। 

উল্লেখ্য, রামপুরহাটে বগটুই গ্রামের গণহত্যার ঘটনা নিয়ে সরগরম দেশ। সিবিআই করেছে তথ্য সংগ্রহ। চলেছে ম্যারাথন জেরা। সেসব নিয়েই বৃহস্পতিবার প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে প্রাথমিক রিপোর্ট জমা দেবে সিবিআই। কী আছে রিপোর্টে তা নিয়ে উদ্বেগে তৃণমূল কংগ্রেস। যদিও তাদের অভিযোগ, সিবিআই যদি কেন্দ্রের বিজেপি সরকারের নির্দেশে রিপোর্ট প্রভাবিত করে তাহলে তীব্র আন্দোলন হবে।

   

টিএমসি জানিয়েছে, বিভিন্ন মামলায় সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সিবিআইকে পক্ষপাতদৃষ্ট হতে সাবধান করেছেন। সেক্ষেত্রে বগটুই গ্রামের গণহত্যা বিষয়ে সিবিআই তদন্ত রিপোর্ট নিয়ে সন্দেহ হলে আন্দোলন হবে।

 

বীরভূমের বগটুই গ্রামের এই গণহত্যায় সরকারি হিসেবে ৯ জন মৃত। বেসরকারি হিসেবে ১২ থেকে ১৪ জন মৃত। মৃতরা সবাই তৃণমূল কংগ্রেস সমর্থক। অভিযোগ, স্থানীয় টিএমসির গোষ্ঠীকোন্দল ও বালি, পাথর পাচারের বখরা নিয়ে এই গণহত্যা হয়।

সম্প্রতি রামপুরহাটের বগটুই গ্রামের গণহত্যার তদন্তভার সিটের তুলে দেওয়া হয় কেন্দ্রীয় সংস্থা সিবিআই-এর হাতে। সেইসময়ে হাইকোর্টের ডিভিশন বেঞ্চ জানায়, রামপুরহাট এর ঘটনা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং হৃদয়গ্রাহী। জনমানুষের যথেষ্ট প্রভাব ফেলেছে এই ঘটনা। মানুষের মনে আস্থা জোগাতে উপযুক্ত তদন্তের প্রয়োজন। যাতে প্রকৃত সত্য উদঘাটিত হয়। তাই আদালত জনমানুষের মনের প্রভাবের কথা মাথায় রেখে সিবিআই তদন্তের নির্দেশ দেয়।

- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular