Sarada Scam: দীর্ঘ ১০ বছর পর মুক্তি পাচ্ছে সারদাকাণ্ডের দেবযানী

Sarada Scam accused Debjani Mukherjee

সারদা চিটফাণ্ড মামলায় অভিযুক্ত দেবযানী মুখোপাধ্যায় (Debjani Mukherjee) প্রায় ১০ বছর পর বাড়ি যাওয়ার অনুমতি পেলেন। তবে দুর্নীতির অভিযোগে গ্রেফতার হওয়া দেবযানী মুখোপাধ্যায় কিন্তু জামিন পাননি।

Advertisements

আগামী ৫ জুন চার ঘণ্টার জন্য প্যারোলে (Parole) মুক্তি পাবেন। অসুস্থ মাকে দেখতে বাড়ি যাওয়ার অনুমতি দিয়েছেন মহামান্য আদালত। তিনি সারদা কাণ্ডের অন্যতম অভিযুক্ত।

   

আজ থেকে ১০ বছর আগে সারদা সংস্থার মালিক সুদীপ্ত সেন (Sudipto Sen) এবং তাঁর ঘনিষ্ঠ দেবযানী মুখোপাধ্যায় সারদা চিটফাণ্ডের (Sarada Chit Fund Scam) তদন্তে গ্রেফতার হয়েছিলেন। তার পর থেকে চলছে তদন্ত। এর মধ্যে সুদীপ্ত বা দেবযানী জামিন পাননি। অবশেষে ১০ বছর পর কিছুখনের জন্য বন্দিজীবন থেকে মুক্তি পেতে চলেছেন দেবযানী।

Advertisements

দেবযানী মুখোপাধ্যায় সারদা সুংস্থার ডিরেক্টর ছিলেন। তিনি এখন দমদম কেন্দ্রীয় সংশোধনাগারে রয়েছেন। তাঁর মা বেশ কিছুদিন ধরেই অসুস্থ। মাকে দেখতে যাওয়ার জন্য CBI-এর বিশেষ আদালতে (CBI Special Court) আবেদন জানান দেবযানী আইনজীবী। এরপরই মেলে অনুমতি। আদালতের নির্দেশের পর সেই মত জেল কতৃপক্ষও সমস্ত আয়োজন করছে।

এই মর্মে জেলের তরফে লালবাজারে (Lalbazaar) চিঠি দেওয়া হয়েছে দেবযানীকে ঢাকুরিয়ার বাড়িতে কড়া পুলিশি প্রহরায় নিয়ে যাওয়ার জন্য। নিরাপত্তার জন্যই দেওয়া হয়েছে চিঠি।