Narada Scam: ম্যাথু স্যামুয়েলকে সিবিআই তলব,বিপাকে তৃণমূল-বিজেপি নেতারা?

ফের নারদা তদন্তে গতি এসেছে। ম্যাথু স্যামুয়েলকে তলব করল সিবিআই। আগামী সোমবার সকাল ১০.৩০ টায় নিজাম প্যালেসে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। প্রায় তিন বছর পর…

ফের নারদা তদন্তে গতি এসেছে। ম্যাথু স্যামুয়েলকে তলব করল সিবিআই। আগামী সোমবার সকাল ১০.৩০ টায় নিজাম প্যালেসে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। প্রায় তিন বছর পর নারদাকাণ্ডে গতি আনতে চলেছে সিবিআই। নারদকর্তা ম্যাথু স্যামুয়েলকে তলব করে নারদ কেলেঙ্কারিতে ফের সক্রিয় হল সিবিআই। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সোমবার সকালে কলকাতার সিবিআই দফতর নিজাম প্যালেসে হাজিরার নির্দেশ দিয়েছে। 

Advertisements

২০১৬ সালের বিধানসভা ভোটের পূর্বে নারদকাণ্ডে শোরগোল পড়ে যায় রাজ্য রাজনীতিতে। নারদের তোলা গোপন ভিডিওতে তৃণমূলের তৎকালীন নেতা-নেত্রী এবং কিছু পুলিশ অফিসারকে টাকা নিতে দেখা যায়। ভিডিও-র সত্যতা যাচাই করেনি কলকাতা ২৪x৭ নিউজ পোর্টাল। নারদের তোলা গোপন ভিডিওতে দেখা যায় সেই সময়ের তৃণমূলের নেতা তথা বর্তমানের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে। সেই ভিডিও-র সত্যতা যাচাই করেনি কলকাতা ২৪x৭ নিউজ পোর্টাল।

Advertisements

এরপর ২০২১ সালের বিধানসভা নির্বাচনের আগে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করেন শুভেন্দু অধিকারী। এরপর থেকেই শুভেন্দুর বিরুদ্ধে কেন পদক্ষেপ নেওয়া হবেনা নারদকাণ্ডে, সেই নিয়ে বারবার প্রশ্ন তুলেছে তৃণমূল। ২০২৪ এর লোকসভা নির্বাচনের আগে ফের আরও একবার সক্রিয় হল সিবিআই।