HomeWest BengalKolkata Cityকালীঘাটের কাকুর ঘরে CBI অভিযান,তৃণমূলে চাপা উদ্বেগ

কালীঘাটের কাকুর ঘরে CBI অভিযান,তৃণমূলে চাপা উদ্বেগ

বিরোধী মহলে কটাক্ষ, কান টানলেই মাথা আসবে। কালীঘাটে থাকে মাথা। নিয়োগ দুর্নীতির তদন্ত চলছে।

- Advertisement -

কালীঘাট-রাজ্যে বহুল আলোচিত রাজনৈতিক পাড়া। এখানকার বাসিন্দা মুখ্যমন্ত্রী। সেই কালীঘাটের কাকু বসে পরিচিত সুজয় ভদ্রর বাড়িতে হঠাৎ সিবিআই কেন? কালীঘাট থেকে রাজ্য জুড়ে এই প্রশ্ন। বিরোধী মহলে কটাক্ষ, কান টানলেই মাথা আসবে। আর শাসক তৃণমূল মহলে চাপা উদ্বেগ।

জানা গিয়েছে কালীঘাটের কাকুর বাড়িতে সিবিআই ঢুকেছে। তিনি নিয়োগ দুর্নীতিতে সিবিআই নজরে।

   

কালীঘাটের কাকু বলে তৃণমূল মহলে পরিচিত সুজয়কৃষ্ণ ভদ্র। নিয়োগ দুর্নীতির তদন্ত করতে গিয়ে এই কালীঘাটের কাকুর নাম প্রথম আসে। তাঁকে তলব করা হয়েছিল জিজ্ঞাসাবাদের জন্য। এবার সেই সুজয়কৃষ্ণের বাড়িতে হাজির হয়েছে সিবিআই।

কালীঘাটের কাকুর সাথে তৃণমূলের উপর তলার যোগ ঘনিষ্ঠ। জানা যাচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাথে বিশেষ যোগাযোগ সুজয়কৃষ্ণ ভদ্রর।

বৃহস্পতিবার সকালে কালীঘাটের কাকুর বেহালার বাড়িতে পৌঁছে যান ৬-৭ জন সিবিআই আধিকারিক। কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে।নিয়োগ দুর্নীতির মামলায় তাঁর বাড়িতে তল্লাশি চালানো হচ্ছে।

 

এদিকে মু়খ্যমন্ত্রী রয়েছেন উত্তরবঙ্গে। মালদায় তার প্রশাসনিক ও রাজনৈতিক জনসভা। ইংরেজবাজারে হবে সভা।থাকবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। উত্তরবঙ্গেও চলে ইডি অভিযান। উত্তর দিনাজপুরের বিধায়ক কৃষ্ণকল্যাণীর ঘরে তল্লাশি। এর মাঝে মুখ্যমন্ত্রীর উত্তরবঙ্গ সফর।

আবার সিবিআই অভিযান চলছে কালীঘাটের কাকুর বেহালার বাড়িতে। তিনি মুখ্যমন্ত্রী পরিবারের ঘনিষ্ঠ বলেই সূত্রের খবর।

- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular