CBI: গোরু পাচারের তদন্তে নামী প্রকাশনা সংস্থার যোগসূত্র! অনুব্রতর সঙ্গে লেনদেন?

anubrata mondal

অনুব্রতর (Anubrata Mondal) সঙ্গে নামী প্রকাশনার সংস্থার (Publication Company) যোগ দেখে চমকে গেল সিবিআই। গোরু পাচার তদন্তে এমনই চাঞ্চল্যকর তথ্য পেয়েছে (CBI) সিবিআই। কলকাতার নামকরা প্রকাশনী সংস্থার সঙ্গে আর্থিক লেনদেন চলত তৃণমূল কংগ্রেস বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের। সেই প্রকাশনী সংস্থার সমস্ত হিসেব চেয়ে পাঠিয়েছে কেন্দ্রীয় গোয়েন্দা এজেন্সি।

Advertisements

গোরু পাচার মামলায় অনুব্রত মণ্ডলকে হেফাজতে নেওয়ার পর থেকেই তার বেআইনি সম্পত্তির তল্লাশি চালাচ্ছে সিবিআই। তদন্তে উঠে আসছে, বিপুল অঙ্কের কালো টাকার আর্থিক লেনদনের পর সেই টাকার ভাগ পেতেন অনুব্রত মণ্ডল। সেখান থেকে টাকা কোথায় কোথায় যেত সবটা জানার চেষ্টা চলছে।

   

বুধবার অনুব্রতর সিবিআই হেফাজতের মেয়াদ শেষ। আর মঙ্গলবার দিনভর চলে সিবিআইয়ের অভিযান। বীরভূম সহ আর কোথায় অনুব্রতর সম্পত্তি কোথায় কতটা রয়েছে তা জানতে জমি সাব রেজিস্টারের অফিসে যায় সিবিআই। সেখানে দীর্ঘ সময় খতিয়ে দেখার পর বীরভূমের একটি ব্যাঙ্কে যায় কেন্দ্রীয় গোয়েন্দা দল।

মঙ্গলবারেই মেডিকেল টেস্টের জন্য অনুব্রত মণ্ডলকে আলিপুর কম্যান্ড হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বুধবার ফের আসানসোলে সিবিআইয়ের বিশেষ আদালতে ঠিক হবে অনুব্রতর ভবিষ্যৎ। এরই মধ্যে বিচারককে দেওয়া হুমকির চিঠি রাজ্য তোলপাড়।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন
Advertisements