CBI raid: চিটফান্ড মামলায় এবার কাপড়ের ব্যবসায়ীর বাড়িতে হানা সিবিআইয়ের

CBI

চিটফান্ড (chit fund) মামলায় সোমবারেও তৎপরতা সিবিআইয়ের (CBI)৷ সাত সকালে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলির জোড়া তল্লাশির পর বাগুইহাটিতে এক ব্যবসায়ীর বাড়িতে তল্লাশি অভিযান সিবিআইয়ের। হালিশহর পুরসভার চেয়ারম্যান রাজু সাহানিকে জিজ্ঞাসাবাদ করে ব্যবসায়ী দীপঙ্কর হীরার খোঁজ পায় সিবিআই৷

সিবিআই সূত্রে খবর, রাজু সাহানির কাছ থেকে পাওয়া ৮০ লক্ষ টাকা দীপঙ্করের কাছ থেকে গিয়েছিল৷ সেই সূত্র ধরে সোমবার তল্লাশু চালায় সিবিআই। দীপঙ্কর হীরার জগতপুরের বাড়িতে সিবিআইয়ের পাঁচ সদস্যের তদন্তকারি আধিকারিকেরা তল্লাশি চালাচ্ছেন।

   

অন্যদিকে, রানিকুঠিতে তল্লাশি শুরু করেছে সিবিআই। অন্যদিকে, সোদপুরে সুব্রত মালাকার নামে এক ব্যক্তির বাড়িতে অভিযান চালাচ্ছে ইডির অফিসাররা। আনা হয়েছে ব্যাঙ্কের কর্মীদের। কে এই সুব্রত মালাকার? কেন তার বাড়িতে হানা? সে ব্যাপারে এখনও পর্যন্ত কিছু জানা যায়নি।

একইসঙ্গে এদিন সোদপুরে সুব্রত মালাকার নামে এক ব্যক্তির বাড়িতে অভিযান চালাচ্ছে ইডির অফিসাররা। আনা হয়েছে ব্যাঙ্কের কর্মীদের। কে এই সুব্রত মালাকার? কেন তার বাড়িতে হানা? সে ব্যাপারে এখনও পর্যন্ত কিছু জানা যায়নি।

রবিবার বীজপুরের বিধায়ক সুবোধ অধিকারীর বাড়িতে তল্লাশি অভিযান চালায় তদন্তকারী অফিসাররা। গতকাল টানা ১০ ঘন্টা জিজ্ঞাসাবাদের পর ফের সকাল বেলাতেই অভিযানে নেমেছে সিবিআই। সঙ্গে রয়েছেন সুবোধ অধিকারীর আপ্ত সহায়ক৷ আর কোনও প্রভাবশালী ব্যক্তি জড়িত রয়েছেন কি না, খোঁজ চালাচ্ছে তদন্তকারী সংস্থা।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন