পরিবেশের ক্ষতি হচ্ছে, ক্রিকেট টুর্ণামেন্টের বন্ধ করতে হবে,নির্দেশ আদালতের

কলকাতা হাইকোর্ট

কলকাতাঃ পরিবেশ রক্ষার কারণে বন্ধ হতে পারে ক্রিকেট প্র্যাকটিস। দক্ষিণ কলকাতার রবীন্দ্র সরোবর লেক এলাকায় ক্রিকেট লিগের অনুশীলন করা যাবে না। পরিবেশ রক্ষা সংক্রান্ত একটি মামলায় এমনটাই অন্তর্বর্তী নির্দেশ দিয়েছে কলকাতা হাই কোর্ট (Calcutta High Court)। ওই এলাকায় টলিউড (Tollywood) তারকাদের ক্রিকেট লিগ বা সেলিব্রিটি ক্রিকেট লিগের অনুশীলন হয়ে থাকে।

টাকা চাওয়ার অভিযোগে নাম জড়াল তৃণমূলের অভিনেত্রী-কাউন্সিলরের

   

তবে এই বিষয়ে আদালত জানিয়েছে, ওই এলাকা কোনও খেলার আয়োজন করা যাবেনা। এমনকি প্র্যাকটিসও করতে পারবে না খেলোয়াড়েরা। এই সংক্রান্ত মামলায় রাজ্যের কাছে হলফনামা চেয়ে পাঠিয়েছে আদালত। আগামী ২৫ জুলাই এই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য হয়েছে।

রাগ হলে ক্ষোভ প্রকাশ করতে বললেন মৃণাল সেন

রবীন্দ্র সরোবর সংলগ্ন ওই এলাকায় ৯৮ কাঠা জমির ওপর ক্রিকেট টুর্ণামেন্ট আয়োজন করত টলিউড শিল্পীদের একটি সংগঠন। কলকাতা পুরসভাও তাতে অনুমতি দিয়েছিল। কিন্তু সম্প্রতি সবুজ মঞ্চ নামের একটি পরিবেশ কর্মীদের সংগঠন ওই ক্রিকেট টুর্ণামেন্টের বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হয়। তারই প্রেক্ষিতে হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম এবং বিচারপতি হিরণ্ময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ এই নির্দেশ দেয়।

তিলোত্তমার গর্বে নতুন পালক, যুগান্তকারী সাফল্য কলকাতা মেট্রোর

বিচারপতি বলেন, ” রাজ্য সরকার যা খুশি তাই করতে পারে, ময়দানে সেনার জায়গাতেও অনেক খেলা হয়, কিন্তু পাবলিক প্রপারটি নিয়ে কোনও ব্যক্তিগত বা বেসরকারি কাজে ব্যবহার করতে পারে না। ” অন্যদিকে এই বিষয়ে নিজেদের মতামত জানাতে রাজ্যকে হলফনামা জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন বিচারপতি। পরবর্তী শুনানির পর এই মামলায় রায়দান করতে পারে বলে আদালত সূত্রে জানা গিয়েছে।

 

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন