HomeWest BengalKolkata Cityহস্টেল বন্ধ রাখতে হবে যাদবপুরে, হাইকোর্টের স্পষ্ট বার্তা

হস্টেল বন্ধ রাখতে হবে যাদবপুরে, হাইকোর্টের স্পষ্ট বার্তা

- Advertisement -

কলকাতা ২৬ সেপ্টেমঊর:  যাদবপুর বিশ্ববিদ্যালয়ের হস্টেল নিয়ে নতুন সিদ্ধান্তে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে আলোচনা চলছে। কলকাতা হাইকোর্ট (Calcutta High Court) শুক্রবার স্পষ্ট নির্দেশ দিয়েছে যে বিশ্ববিদ্যালয়ের সব হস্টেল আপাতত বন্ধ রাখতে হবে। তবে এই বন্ধের সময়সীমা শুধুমাত্র পুজোর সময় পর্যন্ত। পুজোর পরে হস্টেল পুনরায় খোলা যাবে।

শিক্ষার্থীদের নিরাপত্তা, হস্টেল ব্যবস্থাপনা এবং প্রশাসনিক নিয়ম-কানুন নিশ্চিত করতে এই নির্দেশ এসেছে। হাইকোর্টের রায়ে বলা হয়েছে যে, হস্টেল খোলার আগে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে রাজ্য সরকারের সঙ্গে বৈঠক করে নিরাপত্তা সংক্রান্ত বিষয়গুলো চূড়ান্তভাবে নির্ধারণ করতে হবে।

   

কেন হস্টেল বন্ধ রাখতে হলো? হাইকোর্টের নির্দেশ অনুযায়ী, শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা এই সিদ্ধান্তের মূল কারণ। বিগত কয়েক বছরে বিভিন্ন বিশ্ববিদ্যালয় হস্টেলে নিরাপত্তা ইস্যুতে উদ্বেগ তৈরি হয়েছে। যাদবপুর বিশ্ববিদ্যালয়েও হস্টেল ব্যবস্থাপনার ক্ষেত্রে কিছু চ্যালেঞ্জ দেখা দিয়েছে। তাই, হস্টেল বন্ধ রাখার মাধ্যমে প্রশাসন এবং রাজ্য সরকার উভয়ই নিরাপত্তা ব্যবস্থা পর্যালোচনা করতে পারবে।

শিক্ষার্থীরা এই সময়ে হস্টেলে প্রবেশ করতে পারবে না। তবে হাইকোর্টের নির্দেশ অনুযায়ী, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এবং রাজ্য সরকারের যৌথ বৈঠক শেষে নিরাপত্তা ব্যবস্থা সুনিশ্চিত হলে হস্টেল পুনরায় খোলা যাবে।

পুজোর সময়ে হস্টেল বন্ধ রাখার ফলে শিক্ষার্থীদের জন্য কিছু অসুবিধা দেখা দিতে পারে। অনেক শিক্ষার্থী শহরে থাকেন না এবং পুজোর ছুটিতে বাড়ি ফিরে যাবেন। তবে এটি সাময়িক ব্যবস্থা, যা শুধুমাত্র নিরাপত্তা এবং প্রশাসনিক প্রস্তুতির জন্য প্রযোজ্য।

উল্লেখযোগ্য বিষয় হলো, হস্টেল বন্ধ থাকা সত্ত্বেও শিক্ষার্থীরা পরীক্ষা, গবেষণা বা অন্যান্য একাডেমিক কার্যক্রমে অংশগ্রহণ করতে পারবেন। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নিশ্চিত করেছে যে, হস্টেল বন্ধ থাকলেও শিক্ষার্থীদের শিক্ষাগত কার্যক্রমে কোনও প্রভাব পড়বে না।

হাইকোর্ট নির্দেশ দিয়েছে যে, পুজোর ছুটির পর রাজ্য সরকার এবং বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে একত্রিত হয়ে নিরাপত্তা ব্যবস্থা পর্যালোচনা করতে হবে। বৈঠকে আলোচ্য বিষয়গুলো হবে:

* হস্টেলের ভেতরের নিরাপত্তা ব্যবস্থা

* নজরদারি ও সিসিটিভি কার্যক্রম

* প্রয়োজনীয় স্টাফ নিয়োগ ও তত্ত্বাবধান

* জরুরি পরিস্থিতিতে পদক্ষেপের প্রোটোকল

 

- Advertisement -
Suparna Parui
Suparna Paruihttps://kolkata24x7.in/author/suparna-parui
হাতেখড়ি চ্যানেলে। খবরের গন্ধ শনাক্ত করার কৌশল শেখা সেখান থেকেই। তারপর ৬ বছর ধরে বিনোদন রাজনীতির খবরের ব্যবচ্ছেদ করে চলেছি। খবর শুধু পেশা নয়, একমাত্র নেশাও বটে।কাজের পাশাপাশি সিনেমা দেখতে, গান শুনতে, বেড়াতে যেতে খুব ভালোলাগে। তাই সময় সুযোগ পেলেই বেরিয়ে পড়ি নতুন অ্যাডভেঞ্চারের উদ্দেশ্যে।
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular