HomeWest BengalKolkata Cityকলকাতা হাইকোর্টের যুগান্তকারী নির্দেশ! সন্তান প্রতিপালনের ক্ষেত্রে পুরুষেরাও পাবেন এই সুবিধা

কলকাতা হাইকোর্টের যুগান্তকারী নির্দেশ! সন্তান প্রতিপালনের ক্ষেত্রে পুরুষেরাও পাবেন এই সুবিধা

- Advertisement -

এবার সন্তান প্রতিপালনের ক্ষেত্রে পুরুষেরাও পাবেন দীর্ঘমেয়াদী ছুটি। শুধু তাই নয়, এই ছুটির জন্য তাঁদের বেতনও কাটা যাবে না। চাইল্ড কেয়ার লিভের ক্ষেত্রে পুরুষদেরও মহিলাদের সমান ছুটি দিতে সোমবার নির্দেশ দিয়েছে কলকাতা হাই কোর্ট (Calcutta High Court)। এক শিক্ষকের মামলায় বিচারপতি অমৃতা সিনহা এই নির্দেশ দিয়েছেন।

আরজি করের নিহত ডাক্তারের বাড়িতে মমতা, পরিবারের সঙ্গে কী কথা মুখ্যমন্ত্রীর?

   

সাধারণত নিয়ম অনুসারে কর্মরত মহিলারা এই চাইল্ড কেয়ার লিভ পান। পুরুষরা এই রাজ্যে অন্তত ৩০দিন চাইল্ড কেয়ার লিভ পান। আর তার থেকে বেশি এই ধরনের ছুটি পেলে টাকা কেটে নেওয়া হয়। তবে এবার সরকারি সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে আদালতে গিয়েছিলেন এক শিক্ষক। সেই মামলার শুনানিতে বিচারপতি অমৃতা সিনহার পর্যবেক্ষণ, সন্তান পালনের জন্য মায়ের মতোই বাবারও সমান দায়িত্ব থাকে। সেক্ষেত্রে ছুটির ক্ষেত্রে কেন তারা বঞ্চিত হবেন? তাঁদেরও সমান ছুটি পাওয়া উচিত বলে জানিয়েছে আদালত।

আর জি কর হাসপাতাল কাণ্ডে আরও তিন চিকিৎসককে জিজ্ঞাসাবাদ কলকাতা পুলিশের

২০১৮ সালে কেন্দ্রীয় সরকার এক নির্দেশিকায় জানিয়েছিল, মহিলাদের মতোই পুরুষেরাও ৭৩০ দিন অর্থাৎ দু’বছরের ছুটি পাবেন। তবে কেবলমাত্র কেন্দ্রীয় সরকারি চাকুরে ‘সিঙ্গল পেরেন্টরা’ ওই সুবিধা পাবেন বলে জানিয়েছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকার। এবার বাংলার বাবারাও এই সুযোগ পেতে চলেছেন। এই মামলায় বিচারপতি সিনহার জানিয়েছেন, সন্তান মানুষ করার ক্ষেত্রে মায়ের পাশাপাশি বাবারও সমান দায়িত্ব রয়েছে। তাই ছুটির ক্ষেত্রে তাঁরা কেন বঞ্চিত হবেন? তাঁদেরও সমান ছুটি পাওয়া উচিত। এই বিষয়ে ২০১৮ সালে কেন্দ্রীয় সরকারের একটি আইন রয়েছে বলেও মনে করিয়ে দেয় আদালত।

মমতার বড় ঘোষণার পরও অসন্তোষ! কী দাবি আরজি করের আন্দোলনকারীদের?

এদিকে ওয়াকিবহাল মহলের মতে, আদালতের এই নির্দেশিকার জেরে বহু পুরুষের মুখে হাসি ফুটবে। এবার শিশুদের লালন পালন করার জন্য ছুটি পাবেন তাঁরাও। বর্তমানে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় সরকারি চাকুরিরতা মায়েরাই এই ছুটি পেয়ে থাকেন। কিন্তু এবার আদালতের নির্দেশে বিরাট স্বস্তি পাবেন পুরুষরাও।

- Advertisement -
Business Desk
Business Desk
Stay informed about the latest business news and updates from Kolkata and West Bengal on Kolkata 24×7
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular