Municipal Election: রাজ্য ও কমিশনকে তিনদিনের মধ্যে হলফনামা দেওয়ার নির্দেশ আদালতের

কিছু জায়গায় ভোট (Municipal Election) মিটেছে। এখনও কিছু বাকি। এরই মধ্যে কলকাতা হাইকোর্টে (Calcutta High Court) চলছে মামলা। রাজ্য সরকার ও নির্বাচন কমিশনকে হলফনামা জমা…

কিছু জায়গায় ভোট (Municipal Election) মিটেছে। এখনও কিছু বাকি। এরই মধ্যে কলকাতা হাইকোর্টে (Calcutta High Court) চলছে মামলা। রাজ্য সরকার ও নির্বাচন কমিশনকে হলফনামা জমা দেওয়ার নির্দেশ দিলেন বিচারপতি। ২১ ফেব্রুয়ারি মামলার পরবর্তী শুনানি। 

Advertisements

গত ১২ ফেব্রুয়ারি রাজ্যের চার পুরনিগম – বিধাননগর, চন্দননগর, আসানসোল এবং শিলিগুড়িতে সম্পন্ন হয়েছিল ভোটদান পর্ব। গণনা চলাকালীনই উঠেছিল সবুজ ঝড়। চার পুরনিগমেই জয় পায় তৃণমূল। 

Advertisements

অন্য গন্ধ পেতে শুরু করেছিল বিজেপি। গেরুয়া শিবিরের পক্ষ থেকে তোলা হয়েছিল দুর্নীতির অভিযোগ। কলকাতা হাইোর্টের দ্বারস্থ হয় তারা। বুধবার আদালতে সেই মামলার শুনানি হয় কলকাতা হাই কোর্টের ডিভিশন বেঞ্চে।

এদিনের মামলার শুনানির পর বিচারপতির নির্দেশ, চার পুরনিগমের ইভিএম সংরক্ষণ করতে হবে। তিন দিনের মধ্যে হলফনামা দিতে হবে রাজ্য ও কমিশনকে। নির্বাচনে বিরোধীদের অভিযোগ নিয়ে শাসক দল কী ভাবছে সে ব্যাপারেও তোলা হয়েছে প্রশ্ন। কোর্টের প্রশ্ন, দুয়ারে সরকার, পাড়ায় পাড়ায় সমাধান কর্মসূচি বন্ধ রাখা যায়? তথ্য চেয়েছে উচ্চ আদালত।