HomeWest BengalKolkata CityCBI’র রিপোর্টে আদালতের ছাড়পত্র, বিদেশ যাচ্ছেন কুণাল

CBI’র রিপোর্টে আদালতের ছাড়পত্র, বিদেশ যাচ্ছেন কুণাল

- Advertisement -

সোমবার কুণাল (Kunal Ghosh) ঘোষকে কলকাতা হাইকোর্ট (Calcutta High Court ) লন্ডন ও আয়ারল্যান্ড সফরের অনুমতি দিয়েছে। কোর্টের এই অনুমতি মূলত সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণের প্রয়োজনীয়তার কারণে প্রদান করা হয়েছে।

সফরের কারণ ও অনুষ্ঠান

   

কুণাল ঘোষের বিদেশ সফরের লক্ষ্য হলো বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেওয়া, যেখানে তাঁকে দেশের প্রতিনিধিত্ব করতে হবে। এই ধরনের অনুষ্ঠানে রাজনৈতিক ও সাংস্কৃতিক নেতাদের উপস্থিতি অনেক সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত হয়। হাইকোর্টও এই বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করেছে। তার আইনজীবী অয়ন চক্রবর্তী হাইকোর্টে আবেদন করেন, যেখানে উল্লেখ করা হয় যে কুণাল ঘোষের বিদেশ সফর সম্পূর্ণ বৈধ ও সাংস্কৃতিক উদ্দেশ্যে, এবং তিনি CBI বা অন্য কোনো মামলার জন্য বাধা হয়ে থাকবেন না। বিশেষ করে তিনি যে সমস্ত কাজ করেন তা আইন মেনেই করে থাকেন। তাই তাঁর বিদেশ সফরের জন‌্য কোনও কিছুই বাঁধা হতে পারে না। তবে রয়েছে একটি শর্ত। তা হল কুণালকে জমা রাখতে হবে ৫ লক্ষ টাকার বন্ড। সেখান থেকে ফেরার পর সেটি আবার ফেরত পেয়ে যাবেন তিনি।

কোর্টের সিদ্ধান্ত ও মন্তব্য

যদি ব্যক্তির বিরুদ্ধে কোনো কার্যকর আইনি নিষেধাজ্ঞা না থাকে এবং তিনি নিয়ম মেনে চলেন, তবে বিদেশ সফরের অনুমতি প্রদান করা যায়। কোর্টের এই মন্তব্যে স্পষ্টভাবে বলা হয়েছে যে, কুণাল ঘোষ আইন মেনে চলছেন এবং কোনো ধরনের আইনি ব্যাঘাত ঘটাচ্ছেন না। আদালতের অনুমোদনের পর কুণাল ঘোষ এবার লন্ডন ও আয়ারল্যান্ডে নির্দিষ্ট সাংস্কৃতিক অনুষ্ঠানগুলোতে অংশ নিতে পারবেন।

আইনজীবীর মন্তব্য

অয়ন চক্রবর্তী সাংবাদিকদের জানান, “আমাদের আবেদনের ভিত্তিতে আদালত সাড়া দিয়েছে। এটি একটি সাংস্কৃতিক সফর, এবং কুণাল ঘোষ যথাযথ নিয়ম অনুসরণ করে বিদেশে যেতে পারবেন। আদালতের সিদ্ধান্তে আমরা সন্তুষ্ট।” তিনি আরও জানান, কোর্টের অনুমোদন পাওয়ার মাধ্যমে কুণাল ঘোষের আন্তর্জাতিক সফর এখন নিশ্চিত, এবং তিনি দেশের প্রতিনিধিত্ব করতে পারবেন।

CBI সার্টিফিকেটের ভূমিকা

এর আগে CBI জানিয়েছিল, কুণাল ঘোষ নিয়ম মেনে চলছেন এবং তাঁর বিরুদ্ধে কোনো অভিযোগ নেই। এই সার্টিফিকেট আদালতের কাছে একটি গুরুত্বপূর্ণ প্রমাণ হিসেবে প্রমাণিত হয়। CBI-এর এই রিপোর্টের ভিত্তিতে হাইকোর্টের অনুমতি প্রদান করা সহজ হয়েছে।

- Advertisement -
Suparna Parui
Suparna Paruihttps://kolkata24x7.in/author/suparna-parui
হাতেখড়ি চ্যানেলে। খবরের গন্ধ শনাক্ত করার কৌশল শেখা সেখান থেকেই। তারপর ৬ বছর ধরে বিনোদন রাজনীতির খবরের ব্যবচ্ছেদ করে চলেছি। খবর শুধু পেশা নয়, একমাত্র নেশাও বটে।কাজের পাশাপাশি সিনেমা দেখতে, গান শুনতে, বেড়াতে যেতে খুব ভালোলাগে। তাই সময় সুযোগ পেলেই বেরিয়ে পড়ি নতুন অ্যাডভেঞ্চারের উদ্দেশ্যে।
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular