HomeWest BengalKolkata Cityনামী গহনা প্রস্তুতকারক সংস্থার শোরুমের বাইরে চলল গুলি, তারপর...

নামী গহনা প্রস্তুতকারক সংস্থার শোরুমের বাইরে চলল গুলি, তারপর…

- Advertisement -

ফের সোনার দোকানে ডাকাতির ছক। রবিবারের ভরদুপুরে বাইকে চেপে এসে আট দুষ্কৃতী একটি নামী গহনা প্রস্তুতকারক সংস্থার দোকানে হানা দেয়। নিরাপত্তারক্ষীদের সঙ্গে দুষ্কৃতীদের ধস্তাধস্তি হয়। জানা গিয়েছে যে, দুষ্কৃতীরা দোকানের গয়না একটি ব্যাগে ভরে চম্পট দেওয়ার সময়ে সেখানে উপস্থিত হয় বিরাট পুলিশ বাহিনী। তাঁদের সঙ্গে দুষ্কৃতীদের গুলির লড়াই চলে।

   

জানা গিয়েছে ১২টার সময় রানিগঞ্জে ‘সেনকো গোল্ড’ নামে একটি সোনার দোকানে বাইকে চড়ে কয়েক জন যুবক হাজির হন। সেই দোকানের এক নিরাপত্তারক্ষী জানাচ্ছেন, জনা আটেক লোক বাইক নিয়ে দোকানে উপস্থিত হয়। তার পর সটান দোকানে ঢুকে বন্দুক বার করে তাক করে। নিরাপত্তারক্ষীর রাইফেলও কেড়ে নেওয়া হয় বলে তাঁর দাবি। এর পর একটি থলিতে সোনার গয়না ভরতে শুরু করে ডাকাতরা। গয়না লুটের পর ডাকাতদল দোকান থেকে বেরোয়। তত ক্ষণে দোকানের কাছাকাছি পৌঁছে গিয়েছে পুলিশ। ডাকাতরা দোকান থেকে বেরোতেই পুলিশের সঙ্গে গুলির লড়াই শুরু হয়ে যায়। নিরাপত্তারক্ষীর দাবি, গুলি লেগেছে ডাকাতদের গায়ে। গুলিবৃষ্টির মধ্যেই বাইক নিয়ে গুলি ছুড়তে ছুড়তে পালিয়ে যায় ডাকাতেরা। পরে অবশ্য নিরাপত্তারক্ষীর রাইফেলটি উদ্ধার করা হয়।

ইতিমধ্যেই এই ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চরম আতঙ্কের বাতাবরণ তৈরি হয়েছে। ভীত-সন্ত্রস্ত হয়ে পড়েছেন রানিগঞ্জ বাজার এলাকার ব্যবসায়ীরাও। রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা একটি গাড়িতে গুলি লেগেছে। একটি চায়ের দোকানের কেটলিতেও গুলি চিহ্ন রয়েছে। এলাকায় বিভিন্ন জায়গায় গুলির খোল ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকতে দেখা গিয়েছে।

- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular