ভোটের বাজারে উদ্ধার ১২ কোটি! সীমান্তরক্ষী বাহিনীর বিরাট সাফল্য

bsf find gold

ভোটের বাজারে সীমান্ত থেকে উদ্ধার হল সোনার বিস্কুট।  সীমান্ত রক্ষী বাহিনী ভোটের বাজারে ভারত বাংলাদেশ সীমান্ত থেকে উদ্ধার করল প্রায় ১২ কোটি মূল্যের সোনার বিস্কুট। একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের খবরের ভিত্তিতে জানা গিয়েছে যে ভারত-বাংলাদেশ সীমান্তের হালদারপাদা সীমান্ত গ্রামে বিএসএফ গোয়েন্দা বিভাগ একটি বিশেষ অভিযান করে। সেই অভিযানেই ১২ কোটি টাকার ১৬ কেজি সোনার ৮৯ বিস্কুট-সহ একজন চোরাকারবারীকে আটক করা হয়েছে।

সংবাদমাধ্যমে প্রকাশিত খবরের ভিত্তিতে জানা গিয়েছে যে, গুনারমঠের ০৫ ব্যাটালিয়নের বিএসএফ জওয়ানরা সেখানকার এক বাসিন্দার বাড়ি থেকে বিভিন্ন আকারের ৮৯টি সোনার বিস্কুট উদ্ধার করে। সোনার মোট ওজন ১৬.০৬৭ কেজি। যার আনুমানিক বাজার মূল্য ১২ কোটি টাকা। ২৫ মে হালদারপাড়ের বাড়িটি চারদিক থেকে ঘিরে ফেলা হয়। তারপর তল্লাশি চালানো হয়। একটি কাপড়ের বেল্টে লুকিয়ে রাখা সোনার চালান ধরা পড়ে। কাপড়ের বেল্ট খুললে বিভিন্ন সাইজের ৮৯টি সোনার বিস্কুট পাওয়া যায়। এরপর পরবর্তী ব্যবস্থা নেওয়ার জন্য ওই ব্যক্তিকে সোনার চালানসহ সীমান্ত চৌকিতে নিয়ে আসা হয়।

   

জেরায় জানা গিয়েছে ২০২৪ সালের মার্চ মাসের শেষ সপ্তাহে, তিনি বাংলাদেশ থেকে একজন স্বর্ণ চোরাকারবারীর সঙ্গে দেখা করেছিলেন। তাঁর সোনার চালান বাড়িতে লুকিয়ে রাখার জন্য তিনি তাকে প্রতিদিন ৪০০ টাকা দেবেন। যার জন্য তিনি রাজি হয়ে এ কাজে যোগ দেন। এরপর অজ্ঞাত চোরাকারবারি তার বাড়িতে সোনার চালান নিয়ে আসতে থাকে।২৫ মে রাত ১২.৪০ নাগাদ একজন অজ্ঞাত চোরাকারবারী তাকে বাড়িতে লুকানোর জন্য ৮৯ টি স্বর্ণের বিস্কুট ও সোনার ইট দিয়েছিল। এই চক্রের চাঁইয়ের খোঁজ করছেন তদন্তকারীরা।

 

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন