HomeWest BengalKolkata CityKolkata Airport: কলকাতা বিমানবন্দরে হুলস্থূল! বোমাতঙ্কে হাড় হিম

Kolkata Airport: কলকাতা বিমানবন্দরে হুলস্থূল! বোমাতঙ্কে হাড় হিম

- Advertisement -

কলকাতা বিমানবন্দরে লাগেজ ব্যাগ ঘিরে বোমাতঙ্ক। লাগেজ চেকের সময় পুণেগামী বিমানের যাত্রী দাবি করেন তাঁর ব্যাগে বোমা রয়েছে। স্বাভাবিকভাবেই প্রবল চাঞ্চল্য ছড়ায় বিমান ও বিমানবন্দরে। সঙ্গে সঙ্গে যাত্রীদের নামিয়ে দেওয়া হয়। আটক করা হয়েছে ওই যাত্রীকে।

ঘড়ির কাঁটা তখন ১০টা। শুক্রবার সকালে কলকাতা বিমানবন্দরে তখন ব্যস্ততা তুঙ্গে। এয়ারএশিয়ার i5-310, পুণেগামী বিমানের যাত্রীদের লাগেজ চেকিং চলছিল। সূত্র মারফত জানা গিয়েছে, সেই সময় এক যাত্রী দাবি করেন যে তাঁর ব্যাগে বোমা রয়েছে। তারপরই ওই যাত্রীকে আটক করা হয়। ফাঁকা করে দেওয়া হয় বিমানটি। কিন্তু ব্যাগে আদৌ বোমা ছিল কি না, তা এখনও স্পষ্ট নয়। ওই যাত্রীকে জেরা করা হচ্ছে।

   

এর আগে এপ্রিলের শেষে পরপর দু’বার কলকাতা বিমানবন্দরে বোমাতঙ্ক ছড়িয়েছিল। সেবার মেল পাঠানো হয়েছিল কর্তৃপক্ষকে। হুমকি দেওয়া হয়, বিমানবন্দর উড়িয়ে দেওয়া হয় বলে। তার পরই সিআইএসএফ জওয়ানরা চিরুনি তল্লাশি শুরু করেন। কিন্তু দীর্ঘক্ষণ তল্লাশি চালালেও কিছু মেলেনি।

- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular