Beleghata: শহরে বোমা ফেটে গুরুতর জখম একাধিক

সপ্তাহের শুরুতেই ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠল কলকাতার বেলেঘাটা (Beleghata) অঞ্চল। ঘটনায় গুরুতর জখম হয়েছেন ২ জন বলে খবর।

পুলিশ সূত্রে খবর, স্থানীয় এলাকায় খননকার্য চলাকালীন হঠাৎই বিস্ফোরণ ঘটে। চোখের নিমেষে কালো ধোঁয়ায় ঢেকে যায় এলাকা। বেলেঘাটার সরকারবাজারের বালির মাঠ এলাকায় একটি ফ্ল্যাট তৈরির সময় ঘটনাটি ঘটে। এদিন দুপুর আড়াইটে নাগাদ আচমকা বিকট শব্দ শুনতে পান স্থানীয়রা। ছুটে গিয়ে দেখেন, ফ্ল্যাটের জমিতে পড়ে রয়েছেন দু’জন। আহতরা হলেন তন্ময় প্রামাণিক, লোকনাথ। তাঁদের ইতিমধ্যে উদ্ধার করে এনআরএস হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

   

পুলিশের অনুমান, মাটির নিচে সকেট বোমা ফেটে এই বিপত্তি ঘটেছে। যদিও তদন্ত চালাচ্ছে পুলিশ। এহেন আকস্মিক ঘটনায় স্বাভাবিক ভাবেই আতঙ্ক ছড়িয়েছে সাধারণ মানুষের মধ্যে।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন