Vidya Balan: লাল শাড়ি, চুল তুলে খোঁপায় অনবদ্য বিদ্যা বালান দিলেন শারদ শুভেচ্ছা

vidya balan kalighat

মহালয়ার সকালে জমজমাট কালীঘাট মন্দির। কালীঘাটে পুজো দিতে হাজির বিদ্যা বালান। বাঙালি পোশাকে পুজো দিলেন বলিউড অভিনেত্রী। কলকাতায় এলেই কালীঘাট মন্দিরে পুজো দেন বলে জানিয়েছেন (Vidya Balan)বিদ্যা বালান। সঙ্গে ছিলেন অভিনেত্রীর মুম্বইবাসী বোন ও ভগ্নিপতি। বাংলার মানুষকে শারদোৎসবের শুভেচ্ছা জানিয়েছেন বিদ্যা বালান।

Advertisements

মহালয়ার পুণ্য লগ্নে ঘাটে ঘাটে পুণ্যার্থীদের ঢল। সেই সঙ্গে উপচে পড়া ভিড় কালীঘাট মন্দিরেও। আর সেখানেই সাধারণ দর্শনার্থীদের সঙ্গে দেখা গেল বলিউডের তারকা অভিনেত্রী বিদ্যা বালানকে। বাঙালি সাজে এদিন মন্দিরে হাজির হন ‘কাহানি’ অভিনেত্রী। খালি পায়ে মন্দিরের সামনের গেট দিয়েই বাকিদের মতো প্রবেশ করেন তিনি। পুজো দেন।

Advertisements

কলকাতায় অভিনেত্রী এসেছেন একাধিক কাজ নিয়ে। তবে যখনই আসেন, তখনই কালীঘাটে পুজো নিশ্চিতভাবে দেন, জানান অভিনেত্রী। পরনে লাল শাড়ি, চুল তুলে খোঁপা করে হাতে পুজোর ডালা নিয়ে দেখা যায় তাকে। স্বাভাবিকভাবেই সাত সকালে মন্দিরে বলি তারকাকে দেখে উচ্ছ্বসিত সাধারণ মানুষ। অনেকেই কথা বলতে চান, ছবি তুলতে চান। মিটিয়েছেন সেলফির আবদারও।