HomeWest BengalKolkata City৪ কেন্দ্রের পুরভোট নিয়ে দ্রুত শুনানির আবেদন বিজেপির

৪ কেন্দ্রের পুরভোট নিয়ে দ্রুত শুনানির আবেদন বিজেপির

- Advertisement -

৪ পুর কেন্দ্রেই জয়জয়কার হয়েছে তৃণমূলের। জেলায় জেলায় বিজয় উৎসবে মেতেছেন দলীয় কর্মী সমর্থকেরা। এদিকে এই পুরভোটের ফলাফল মেনে নিতে পারছে না গেরুয়া শিবির। দ্বারস্থ হয়েছে হাইকোর্টে।

বিজেপির দাবি, রাজ্যে পুরসভার নির্বাচনের নামে প্রহসন চলছে। গণতন্ত্র বিপর্যস্ত। মনোনয়নপত্র প্রত্যাহারের জন্য হুমকি দেওয়া হচ্ছে প্রার্থীদের। তাই নির্বাচন সংক্রান্ত মামলার দ্রুত শুনানির প্রয়োজন। প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা চালাচ্ছে বিজেপি। জানা গিয়েছে, আগামীকাল অর্থাৎ বুধবার সকাল ১০.৩০ মামলার শুনানির সময় সীমা ধার্য করেছে কলকাতা হাইকোর্ট।
কলকাতা হাইকোর্টের তালিকা সূচি অনুযায়ী আজ ১২৬ ও ১২৭ নম্বরে নির্বাচনসংক্রান্ত মামলাগুলি তালিকা ভুক্ত ছিল।

   

এই ফলাফল নিয়ে এবার সুর চড়ালেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। রাজ্য নির্বাচন কমিশনকে পক্ষপাতদুষ্ট বললেন সুকান্ত। সেইসঙ্গে কমিশনকে অন্ধ ধৃতরাষ্ট্র’ তকমা দিলেন বিজেপি সাংসদ।

সোমবার বারাসতে গিয়েছিলেন সুকান্ত। সেখানে তিনি বলেন, ‘রাজ্য নির্বাচন কমিশন ধৃতরাষ্ট্রের মতো কাজ করেছে। তারা কেন্দ্রীয় বাহিনী নেবে না আমরা জানি। কারণ, রাজ্য সরকার বারণ করেছে। এই চার পুরসভার ফল নিয়ে বিজেপি হতাশ নয়। ভোটের নামে প্রহসন হয়েছে। পুরভোটে জনমত প্রকাশিত হয়েছে বলে আমার মনে হয় না। বিধাননগরে ভুয়ো ভোটাররা ভোট দিয়েছেন। নির্বাচন কমিশনের কাছে আদালতের জানতে চাওয়া উচিত, কেন এ ধরনের ঘটনা ঘটল?’

- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular