Ukraine Crisis: বুধবার রুশ হামলার সম্ভাবনা, জার্মান গোয়েন্দা বিভাগের গোপন রিপোর্ট

  কবে হামলা? বিশ্ব জুড়ে প্রশ্ন ঘুরছে। এর মাঝে জার্মানির সংবাদমাধ্যম ‘ডয়েচভেল’ দিল চাঞ্চল্যকর প্রতিবেদন। এতে দাবি করা হয়েছে, জার্মান গোয়েন্দা বিভাগের গোপন রিপোর্টের আশঙ্কা…

 

কবে হামলা? বিশ্ব জুড়ে প্রশ্ন ঘুরছে। এর মাঝে জার্মানির সংবাদমাধ্যম ‘ডয়েচভেল’ দিল চাঞ্চল্যকর প্রতিবেদন। এতে দাবি করা হয়েছে, জার্মান গোয়েন্দা বিভাগের গোপন রিপোর্টের আশঙ্কা বুধবারেই ইউক্রেনে হামলা করতে চলেছে রুশ-বেলারুশ বাহিনী।

আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ডয়েচভেল রেডিও সার্ভিসের প্রতিবেদন প্রকাশ হতেই বিশ্ব জুড়ে প্রবল আলোড়ন। প্রতিবেদনে বলা হয়েছে, ইউক্রেনে হামলার বিষয়ে জার্মান সরকারকে নতুন রিপোর্ট দিয়েছেন দেশটির গোয়েন্দারা।  

জার্মান সংবাদমাধ্যম গোয়েন্দাসূত্র উদ্ধৃত করে বলেছে, বুধবারই (১৬ ফেব্রুয়ারি) ইউক্রেনে হামলা চালাতে পারে রাশিয়া। তবে এ নিয়ে সরকারিভাবে জার্মানি কোনো মন্তব্য করেনি। এছাড়া হোয়াইট হাউসও খবরের সত্যতা স্বীকার করেনি।

ইউক্রেনে যেকোনো মুহূর্তে হামলা চালাতে পারে রাশিয়া। মার্কিন যুক্তরাষ্ট্র তাদের নাগরিকদেপ ইউক্রেন ত্যাগের নির্দেশ দিয়েছে। ইউক্রেনের রাজধানী কিয়েভ থেকে সরানো হয়েছে মার্কিন দূতাবাস।

বিবিসি জানাচ্ছে, যুদ্ধের শঙ্কায় এখন পর্যন্ত ব্রিটেন সহ ১০টির বেশি দেশ তাদের নাগরিককে ইউক্রেন ত্যাগের নির্দেশ দিয়েছে।

সীমান্তে সেনা মোতায়েন করার বিষয়ে রুশ সংবাদ সংস্থা তাস (Tass) জানাচ্ছে, সীমান্ত এলাকায় শক্তি বৃদ্ধি চলছে। বেলারুশ সরকারের সঙ্গে যৌথ মহড়া চলছে।

আর ইউক্রেন জুড়ে আতঙ্ক। কৃষ্ণসাগর জুডে রুশ নৌবাহিনীর বিশেষ অভিযান শুরু হবে বলেই মনে করা হচ্ছে। এই সাগরে রুশ নৌ বাহিনীর প্রবল দাপট। পরিস্থিতি এমনই যে ইউক্রেনের পাশে থাকা বন্ধু দেশগুলো এখন পালাচ্ছে। তবে দূতাবাস সরালেও মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বের ন্যাটো বাহিনী মোতায়েন করা হয়েছে ইউক্রেনে।