ধর্ষণের ঘটনায় ফের জনস্বার্থ মামলা দায়ের বিজেপির

ফের রাজ্যে ধর্ষণের ঘটনায় কলকাতা হাই কোর্টে জনস্বার্থ মামলা দায়ের। চলতি সপ্তাহে শুনানির সম্ভাবনা রয়েছে প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্ত ও বিচারপতি রাজর্ষি ভারদ্বাজের ডিভিশন বেঞ্চে।…

ফের রাজ্যে ধর্ষণের ঘটনায় কলকাতা হাই কোর্টে জনস্বার্থ মামলা দায়ের। চলতি সপ্তাহে শুনানির সম্ভাবনা রয়েছে প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্ত ও বিচারপতি রাজর্ষি ভারদ্বাজের ডিভিশন বেঞ্চে।

Advertisements

বিজেপির মহিলা আইনজীবীরা সোমবার বিচারপতির ডিভিশন বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করে জানায়, গত চার পাঁচ দিনে রাজ্যে বেশকিছু ধর্ষণের ঘটনা ঘটেছে (ময়নাগুড়ি ও পিংলা সহ বেশ কিছু জায়গায়) । সেই ঘটনাগুলির উপযুক্ত তদন্তের প্রয়োজন। এড়িয়ে আইনজীবীদের আর্জি শুনে মামলা দায়েরের অনুমতি দিয়েছে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। মামলা দায়েরের পর শুনানি গ্রহণ করবে হাইকোর্ট।

Advertisements

এদিকে উত্তর ২৪ পরগনার বাদুড়িয়া থেকে মিলেছে এক ধর্ষণের খবর ।  বাদুড়িয়ার নিশ্চিন্তপুরে ক্লাস নাইনের নাবালিকা ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ উঠেছে। ইতিমধ্যে এই ঘটনায় দুজন যুবককে গ্রেফতার করা হয়েছে।

পুলিশ সূত্রে খবর, গত ১১ এপ্রিল বাদুড়িয়ার নিশ্চিন্তপুর এলাকায় ক্লাস নাইনের নাবালিকা  ছাত্রী তার বন্ধু (বয়ফ্রেন্ড) কে নিয়ে ঘুরতে বেরিয়ে ছিল।  রাত আটটা নাগাদ নিশ্চিন্তপুর এলাকায় দুই যুবক তাদের পথ আটকে দাঁড়ায় এবং ওই নাবালিকা ছাত্রীকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করে বলে অভিযোগ । চার দিন পর ১৬  এপ্রিল বাদুড়িয়া থানায় গণধর্ষণের অভিযোগ দায়ের করা হয় পরিবারের পক্ষ থেকে। অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে ১৬  তারিখ রাতেই দুই যুবককে গ্রেফতার করে পুলিশ। 

রাজ্যে সাম্প্রতিক সময়ে ধর্ষণের ঘটনা বেড়ে চলেছে। রাজ্যের একের পর এক ধর্ষণের ঘটনায় জল গড়িয়েছে হাইকোর্টে। এদিকে রাজ্যের চার জায়গায় ধর্ষণের ঘটনার তদন্তে রয়েছেন আইপিএস তথা কলকাতার স্পেশাল সিপি দময়ন্তী সেন। তাঁর নেতৃত্বেই মাটিয়া, বাঁশদ্রোণী, দেগঙ্গা এবং ইংরেজবাজার; এই চার ধর্ষণ-কাণ্ডের তদন্ত চলছে।