দুর্যোগ দেখে সুকান্ত টনিক, ‘নবান্ন অভিযানে বিজেপি ঝড় বইবে’

ট্রেন ভাড়া করে BJP সমর্থকদের আনতে ১১ কোটির বেশি খরচ

দুর্যোগের কবলে দক্ষিণবঙ্গ। নিম্নচাপের বৃষ্টি চলছে। কলকাতা ও শহরতলী জুড়ে টানা বৃষ্টির সম্ভাবনা৷ এরই মধ্যে বিজেপির (BJP) নবান্ন (Nabanna)অভিযান৷ দূর্যোগপূর্ণ আবহাওয়াতে সমর্থকদের চাগিয়ে রাখতে টনিক দিয়ে যাচ্ছেন নেতারা। সকাল বেলাতেই কর্মীদের সঙ্গে কথা বলতে যান বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার (Sukanta Majumdar)৷ কর্মীদের চাঙ্গা করতে দিলেন বিশেষ দাওয়াই।

সুকাম্ত মজুমদার বলেন, বৃষ্টি আমাদের কর্মী সমর্থকদের জন্য কোনও বিষয় না। আমরা পশ্চিমবঙ্গ রক্ষার জন্য নেমেছি। বৃষ্টি হোক, ঝড় হোক, তুফান হোক, আমফান হোক, তার থেকে বিজেপির ঝড় বড় হবে।

   

কোটি কোটি টাকা খরচ হয়েছে সমর্থকদের আনতে। ট্রেন ভাড়া করেছে বিজেপি। ১১ কোটির বেশি খরচ করে আনা হচ্ছে সমর্থক। বিভিন্ন জেলা থেকে উপস্থিত হচ্ছেন বিজেপি কর্মীরা৷ বেলা গড়ালেই শুভেন্দু সুকান্ত দিলীপদের নেতৃত্বে শুরু হবে নবান্ন অভিযান।

সুকান্ত মজুমদার বলেন, তবে বেশ কিছু কর্মীদের আটকে দেওয়া হয়েছে৷ অনেকে আসতে পারেননি বলে আফসোস করেছেন৷ হাওড়া স্টেশন থেকেই ১০ হাজার জনের মিছিল যাবে বলে দাবি করছেন তিনি৷

তিনি বলেন চারিদিকে পুলিশ দিয়ে রুখে দেওয়ার চেষ্টা হচ্ছেন কারণ, মমতার সরকার থরহরি কম্প। তাই বিজেপির নবান্ন অভিযান আটকানোর চেষ্টা করছে। লড়াই হবে লড়াই।

হাওড়া পুলিশের তরফে স্পষ্ট করে জানিয়ে দেওয়া হয়েছে মিছিলের জন্য অনুমতি নেই৷ এমনকি বিজেপির নবান্ন অভিযানের জমায়েতের কারণে সাধারণ মানুষকে সমস্যায় পড়তে হবে৷ তাই একাধিক জায়গায় মিছিল আটকানোর জন্য ব্যারিকেড দিয়ে ঘিরে দেওয়া হয়েছে৷

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন