HomeWest BengalKolkata Cityডেঙ্গু মোকাবিলায় সরকার ব্যর্থ, তথ্য গোপনের অভিযোগ সুকান্তর

ডেঙ্গু মোকাবিলায় সরকার ব্যর্থ, তথ্য গোপনের অভিযোগ সুকান্তর

- Advertisement -

রাজ্যে ভয়াবহ আকার নিচ্ছে ডেঙ্গু (Dengue)। কলকাতা থেকে জেলা একই চিত্র। ডেঙ্গুতে আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে। এই আবহে ডেঙ্গু নিয়ে তথ্য গোপনের অভিযোগ আনলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। ডেঙ্গু মোকাবিলায় রাজ্য সরকার ব্যর্থ বলেও অভিযোগ করেন তিনি। আজ রবিবার সকালে ১৫ নম্বর ওয়ার্ডে ব্লিচিং পাওডার ছড়ান সুকান্ত মজুমদার।

রাজ্যে ডেঙ্গুর সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে ম্যালেরিয়ায় আক্রান্তের সংখ্যা। জানা গিয়েছে গত ১৯ জুলাই থেকে ২৬ জুলাই কলকাতা পুরসভা এলাকাতে ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ৪০ জন এবং বিধাননগর পুরসভা এলাকাতে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ২৭। এছাড়াও শোচনীয় অবস্থা পশ্চিম বর্ধমানের দুর্গাপুর এবং নদিয়ার রানাঘাট পুরসভা এলাকা। ডেঙ্গুর বাড়বারন্ত ঠেকাতে কড়া পদক্ষেপ নিচ্ছে কলকাতা পুরসভা।

   

ম্যালারিয়াতে আক্রান্তও হচ্ছেন প্রচুর। বেলেঘাটা আইডি হাসপাতালে ম্যালেরিয়া আক্রান্ত ৪ জন ভর্তি রয়েছেন এবং ডেঙ্গু আক্রান্ত ১০ জন ভর্তি। এম আর বাঙুর হাসপাতালে ম্যালেরিয়া আক্রান্ত ৪ জন ভর্তি এবং ডেঙ্গুতে আক্রান্ত ১৫ জনের চিকিৎসা চলছে। এছাড়া জান গিয়েছে একজন রোগী একই সঙ্গে ডেঙ্গি ও ম্যালেরিয়া দুটোতেই আক্রান্ত হয়েছেন।

সরকারি তথ্য অনুযায়ী চলতি সপ্তাহে বাংলায় ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন ৬৭৫ জন। জুলাই মাসে রাজ্যে ডেঙ্গি আক্রান্ত হয়ে মৃতের সংখ্য়া বেড়ে হয়েছে ৮।

- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular