নীতীশের হিজাব কাণ্ডে পথে হাকিম কন্যা! হিন্দু খুনে নীরবতায় সরব বিজেপি

কলকাতা: উত্তাল বাংলাদেশ। সন্ত্রাস এবং ভারত বিদ্বেষ যেন হাত (BJP attacks TMC)ধরাধরি করে ছড়িয়ে পড়েছে দেশের সর্বত্র। ময়মনসিংহে নৃশংসভাবে পিটিতে জ্বালিয়ে দেওয়া হয়েছে আওয়ামী লীগের…

bjp-slams-tmc-silence-bangladesh-hindu-killing

কলকাতা: উত্তাল বাংলাদেশ। সন্ত্রাস এবং ভারত বিদ্বেষ যেন হাত (BJP attacks TMC)ধরাধরি করে ছড়িয়ে পড়েছে দেশের সর্বত্র। ময়মনসিংহে নৃশংসভাবে পিটিতে জ্বালিয়ে দেওয়া হয়েছে আওয়ামী লীগের সংখ্যালঘু সমর্থক দিপু চন্দ্র দাসকে। শুধু বাংলাদেশ নয় এই ঘটনার রেশ এবং শোক ছড়িয়ে পড়েছে ভারত সহ অন্যান্য দেশেও। বঙ্গে বামেরা সোশ্যাল মিডিয়াতে তর্জন গর্জন করলেও মুখে কুলুপ এঁটেছে তৃণমূল কংগ্রেস।

Advertisements

আর এই ঘটনাকে ইস্যু করেই ফের সরব হয়েছে বঙ্গ বিজেপি। বাংলাদেশের ঘটনার পর সারাদিন কেটে গেলেও কোনো সমবেদনা আসেনি তৃণমূল বা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের তরফ থেকে। বিজেপি নেতা তরুণজ্যোতি তিওয়ারি তার সোশ্যাল মিডিয়া পোস্টে স্পষ্ট ভাষায় তৃণমূলকে কটাক্ষ করে লিখেছেন সারাদিন কেটে গেলেও কোনও বার্তা এল না।

   

রাত পোহালেই দল ঘোষণা বিশ্বকাপের, বাদ পড়ছেন কারা? রইল ১৫ সদস্যের দল

তবে কি ভোটব্যাংকই সব মানবিকতার কোনও দাম নেই তাদের কাছে। শুধু তরুণজ্যোতি নয় বিজেপির একাধিক নেতৃত্ব প্রশ্ন তুলেছেন প্রিয়দর্শিনী হাকিমের রোড মার্চ কে নিয়ে। সম্প্রতি মুসলিম ডাক্তারের হিজাব টেনে নামানোর ঘটনায় চর্চার কেন্দ্রে বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার। এই ইস্যু নিয়েই মুসলিমদের সঙ্গে করে মশাল মিছিল করেছিলেন প্রিয়দর্শিনী হাকিম।

কিন্তু বাংলাদেশের হিন্দু খুনে কোথায় প্রিয়দর্শিনী কোথায় দলের নেত্রী এবং মুখ্যমন্ত্রী এমনটাই প্রশ্ন তুলেছেন বিজেপি নেতৃত্ব। বাংলাদেশের হিন্দু খুনে তো কাউকে মশাল নিয়ে হাটতে দেখা গেল না। শুধু বিজেপি নয় রাজনৈতিক মহলের একাংশও সরব হয়েছে এই ইস্যুকে কেন্দ্র করে। বাংলায় বেলাগাম মুসলিম তোষণ এবং ভোটব্যাংকের রাজনীতি অনেক নিম্নগামী হয়ে গিয়েছে এমনটাই দাবি করেছেন তারা।

মুর্শিদাবাদ থেকে মোথাবাড়ির সাম্প্রদায়িক ঘটনার কথাও তারা মনে করিয়ে দিয়েছেন। যেখানে হরগোবিন্দ দাস এবং চন্দন দাসের খুন নিয়েও এই বঙ্গে যথেষ্ট রাজনীতি হয়েছে এবং যেখানে শেখ শাহজাহানের মত দুষ্কৃতীকে জায়গা দেওয়া হয় সেই দলের কাছ থেকে এর থেকে বেশি আশা করা যায়না বলেই অভিযোগ এবং আক্ষেপ করেছেন তারা। তবে নেটিজেনরাও এই ঘটনায় সরাসরি তৃণমূলকে কাঠগড়ায় দাঁড় করিয়েছেন এবং প্রতিক্রিয়া স্বরূপ বলেছেন যে তৃণমূল তাদের ভোটব্যাংক প্রীতির কারণেই এই বাংলার সর্বনাশ করছে।

তথাকথিত বাঙালি অস্মিতার ধ্বজা ধরে তৃণমূল বাঙালিদের সহানুভূতি পাওয়ার চেষ্টা করেছিল এবং রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার চেষ্টা করেছিল, কিন্তু আজ এই নীরবতা মানুষের সমস্ত ভুল ভেঙে দিয়েছে। বাঙালিরা আজ বুঝে গিয়েছে তৃণমূল শুধুমাত্র নির্বাচন এবং মুসলিম তোষণকে পাথেয় করেই মানুষকে ভুল বোঝাবার চেষ্টা করছে।

Advertisements