মুকুল রায়ের বিধায়ক পদ খারিজ মামলায় সময় চাইল বিজেপি

TMC Leader Mukul Roy addressing a gathering

মুকুল রায় বিধায়ক পদ অপসারণ মামলার শুনানি ফের পিছল। জানা গিয়েছে, আগামী বুধবার পরবর্তী শুনানির দিন ধার্য করল প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ।

এর আগে সুপ্রিম কোর্টের নির্দেশ দিয়েছিল যে এক মাসের মধ্যে মামলার সমাধান করতে হবে কলকাতা হাইকোর্টকে। এরপর বঙ্গ বিজেপির কাছে হলফনামা দাবি করে হাইকোর্ট। এবার সেই মামলাতেই হলফনামা জমা দেওয়ার জন্য দুদিন সময় চাইল বিজেপি শিবির। জানা গিয়েছে, আগামী বুধবার পরবর্তী শুনানি হবে।

   

বিজেপির একটাই দাবি, মুকুল রায়ের বিধায়ক পদ খারিজ করতে হবে। অন্যদিকে সম্প্রতি বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় বলেন, মুকুল রায় এখন বিজেপিতেই আছেন তাই তাঁর বিধায়ক পদ খারিজ করা হবে না। এর আগে মুকুলের বিধায়ক পদ খারিজ নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। যদিও সেখানে বিশেষ কোনো লাভ হয়নি।

 

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন