BJP কর্মী অভিজিৎ খুনের মামলায় সিবিআই জেরার মুখোমুখি বিধায়ক পরেশ পাল

এবার ভোট পরবর্তী হিংসা মামলায় সিবিআই (CBI)-এর জেরার মুখে শাসক দলের বিধায়ক। মঙ্গলবার সিজিও কমপ্লেক্সে হাজিরা দিলেন বেলেঘাটার তৃণমূল বিধায়ক পরেশ পাল। এদিন কাঁকুরগাছির বিজেপি (BJP) কর্মী অভিজিৎ সরকারের খুনের ঘটনায় দ্বিতীয়বার বিধায়ক পরেশ পাল সিবিআই-এর জেরার মুখে পড়লেন।

কাঁকুরগাছির বিজেপি কর্মী অভিজিৎ সরকারের পরিবারের অভিযোগ, তৃণমূল বিধায়কের অঙ্গুলি হেলনেই মৃত্যু হয়েছে বিজেপি কর্মী অভিজিতের। মঙ্গলবার সকাল ১০ টা নাগাদ সিজিও কমপ্লেক্সে উপস্থিত হন বেলেঘাটার তৃণমূল বিধায়ক। উল্লেখ্য, ২০২১ সালে বিধায়নসভা নির্বাচনের ফল ঘোষণার দিনেই খুন হন বিজেপি নেতা অভিজিৎ সরকার। পরিবারের তরফে অভিযোগ ছিল রাজনৈতিক কারণেই খুন হতে হয়েছে অভিজিৎকে। এমনকি সরাসরি অভিযোগ উঠেছিল শাসক দলের বিধায়কের দিকে।

   

শুধু তাই নয়, বেধড়ক মারধরের পর গলায় পেঁচিয়ে তাঁকে হত্যা করা হয়। ২০২১ সালের বিধানসভা নির্বাচনের পর রাজ্যজুড়ে হিংসার ঘটনা সামনে আসতে শুরু করে। ভোট পরবর্তী হিংসার ঘটনায় জাতীয় মানবাধিকার কমিশনেও রিপোর্ট জমা করা হয়। এই মামলায় একাধিকবার সিবিআই দফতরে হাজিরা দিতে হয়েছে বীরভূমের তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলকেও।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন