Loksabha election 2024 :অনুব্রতহীন বোলপুরে গুড় বাতাসা নেই, বিজেপি বিলিয়ে যাচ্ছে টোল ফ্রী নম্বর

bjp bolpur

লোকসভা ভোট এসে গেলেও খাঁ খাঁ করছে বীরভূম। অনুব্রতর গড়ে মাথা উঁচিয়ে হাঁটছে বিজেপি। দিব্যি ভোট প্রচারের কাজ চলছে সেখানে। বিজেপির প্রার্থী প্রিয়া সাহা বহাল তবিয়তে ভোট প্রচার চালিয়ে যাচ্ছেন। আসলে এই বছর বীরভূমের তৃণমূলের জেলা সভাপতি তিহাড় জেলে বন্দি তাই অনুব্রতহীন বোলপুরে গুড় বাতাসা নেই, আর এই সুযোগে বিজেপি অভয় দেওয়ার জন্য টোল ফ্রী নম্বর দিয়ে যাচ্ছে।

প্রিয়া সাহা দাবি করেন, অনুব্রত থাকাকালীন এলাকায় ভয় ভীতির পরিবেশ তৈরি হয়েছিল, মানুষ চাইলেও বাড়ি থেকে বেরতে পারত না। তিনি বলেন, ”মানুষ আমাদের মুখিয়ে আছে আমাদের ভোট দেওয়ার জন্য।” রবিবার কেতুগ্রামের নিরোল, চরখি, বিলেশ্বর এবং বারান্দা গ্রামে ভোট প্রচার করেন প্রার্থী প্রিয়া সাহা। দুপুরে গ্রামেরই এক কর্মীর বাড়ীতে মধ্যাহ্নভোজও করেন। তিনি আরও বলেন, একটি টোল ফ্রি নম্বর দেওয়া হচ্ছে ভোটারদের, যাতে তাঁরা নির্ভয়ে ভোট দিতে পারেন।

   

ঘাসফুল এইবার অরূপ কুমার মালকে বোলপুর কেন্দ্রে টিকিট দিয়েছে। তাঁর বিপরীতে বিজেপির প্রিয়া সাহা একেবারেই নতুন মুখ। অনুব্রতহীন বোলপুরে কি হুল ফোটাতে পারবে বিজেপি, সেটাই দেখার বিষয়।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন