ভাইফোঁটার আগেই সোনার বাজারে ধস! ২২ ক্যারাটের রেকর্ড পতন

Gold Slips Sharply in Indian Market — Find 22K & 24K Rates Across Cities
Gold Slips Sharply in Indian Market — Find 22K & 24K Rates Across Cities

কলকাতা, ২২ অক্টোবর: উৎসবের আগেই সোনার (Gold Price)  বাজারে এল এক বড় সুখবর। কলকাতা‑সহ দেশের একাধিক অঞ্চলে আজ বুধবার ২২ ও ২৪ ক্যারাট সোনার দাম হু হু করে কমে গেছে। ১০ গ্রাম ২২ ক্যারাট সোনার দাম এখন ১,১৬,৬০০ টাকা, আর ১০ গ্রাম ২৪ ক্যারাটের দাম ১,২৭,২০০ টাকা– যা গত কয়েকদিনের তুলনায় তড়িৎগতিতে নিম্নমুখী হয়েছে।

উৎসব যেমন সামনে, তেমনি গয়না‑বিয়ের মরসুমও। তাই এই হঠাৎ দরহ্রাস মধ্যবিত্ত‑ভিত্তিক ক্রেতাদের জন্য বিশেষ দৃষ্টিতে আসছে। সোনার দাম হঠাৎ কমে যাওয়ার পেছনে রয়েছে একাধিক কারণ। একটি হলো—গত কয়েক সপ্তাহে সোনার দর বিশ্ববাজারে রেকর্ড উচ্চতায় পৌঁছেছিল। সেই উচ্চতার পরে শেয়ার এবং কমোডিটি বাজারে ‘প্রফিট বুকিং’ (লাভ বের করা) শুরু হয়েছে। আন্তর্জাতিক বাজারে সোনার দাম হঠাৎ কিছুটা নেমে এসেছে। (উদাহরণস্বরূপ, বিশ্ববাজারে আজ সোনার দর কমেছে।)

   

বিয়ে‑উৎসবের প্রাক্কালে সাধারণত সোনার চাহিদা বাড়ে। কিন্তু দাম উচু থাকলে মধ্যবিত্ত ক্রেতারা পিছিয়ে যান। এবার দাম কমে আসায় ভালো সুযোগ এসেছে তাঁদের জন্য। আজকের এই ২২ ও ২৪ ক্যারাট সোনার দরে অনেক ক্রেতা আশা করছেন—

জুয়েলারি দোকানগুলোও এখন একটু সাবলীল। দাম একটু কমে আসায় দোকানদারদের মুখেও হাসি ফুটছে—ক্রেতা‑আকর্ষণে তারা কিছু ছাড়‑অফার, হালকা গয়না, ইন্সটলমেন্ট সুবিধা ইত্যাদি ভাবছেন। কলকাতায় আজ ১০ গ্রাম ২২ ক্যারাট সোনার দাম ১,১৬,৬০০ টাকা, আর ২৪ ক্যারাট ১,২৭,২০০ টাকা।

 

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন