HomeWest BengalKolkata Cityসকাল সকাল আরজি কর নিয়ে টুইট মুখ্যমন্ত্রীর, চমকে গেল রাজ্য

সকাল সকাল আরজি কর নিয়ে টুইট মুখ্যমন্ত্রীর, চমকে গেল রাজ্য

- Advertisement -

আজ বুধবার সকাল সকাল আরজি কর নিয়ে টুইট করে সকলকে চমকে দিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ আবার তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস। সব মিলিয়ে আজ সকাল সকাল এক লম্বা চওড়া টুইট করেন মুখ্যমন্ত্রী।

নিজের এক্স হ্যান্ডেলে তিনি লেখেন, ‘আজ তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসটিকে আমি উৎসর্গ করছি আমাদের সেই বোনটিকে, যাঁকে আমরা কয়েক দিন আগে আর জি কর হাসপাতালে মর্মান্তিকভাবে হারিয়ে শোকাহত। আর জি করে আমাদের সেই যে বোনকে নির্মমভাবে নির্যাতন করে হত্যা করা হয়েছিল, তাঁর পরিবারের প্রতি আন্তরিকতম সমবেদনা জানিয়ে এবং দ্রুততম গতিতে সেই ঘটনার সুবিচার চেয়ে, সেইসঙ্গে সারা ভারতে সকল বয়সের যত নারী যেখানে যত অমানুষিক ঘটনার শিকার হয়েছেন, তাঁদের সকলের জন্য আমরা হৃদয়ের অন্তঃস্থল থেকে আমাদের দুঃখ জ্ঞাপন করি।’

   

তিনি আরও লেখেন, ‘ছাত্র-ছাত্রী, যুবক-যুবতীদের একটা বড় সামাজিক ভূমিকা আছে। সমাজ ও সংস্কৃতিকে জাগ্রত রাখার মধ্যে দিয়ে নতুন দিনের স্বপ্ন উপহার দেওয়া এবং চারপাশের সকলকে নতুন দিনের উজ্জ্বল ব্রতে উদ্বুদ্ধ করাই ছাত্র সমাজের কাজ। আজকের দিনে তাঁদের সকলের প্রতি আমার আবেদন, এই প্রচেষ্টায় উদ্বুদ্ধ হন, ব্রতী থাকুন। আমার ছাত্র-ছাত্রী বন্ধুরা ভালো থাকুন, সুস্থ থাকুন, উজ্জ্বল ভবিষ্যতের সংকল্পে নিয়োজিত থাকুন।’

মুখ্যমন্ত্রীর এই বিবৃতি এমন একটা সময়ে এসেছে যখন ২৮ আগস্ট তাঁর পদত্যাগের দাবিতে আন্দোলনকারীদের উপর পুলিশি পদক্ষেপের প্রতিবাদে বিজেপি আজ ১২ ঘণ্টার বনধের ডাক দিয়েছে। সকাল থেকেই নানা জায়গায় বনধের বেশ ভালো রকম প্রভাব পড়তে দেখা গিয়েছে। বিশেষ করে উত্তরবঙ্গে। সেখানে বাস চালকরা মাথায় হেলমেট পড়ে রয়েছেন।  

- Advertisement -
Business Desk
Business Desk
Stay informed about the latest business news and updates from Kolkata and West Bengal on Kolkata 24×7
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular