HomeWest BengalKolkata CityNipah Virus: কেরল থেকে রাজ্যে নিপা ভাইরাস ? পূ: বর্ধমানের যুবকের রক্ত...

Nipah Virus: কেরল থেকে রাজ্যে নিপা ভাইরাস ? পূ: বর্ধমানের যুবকের রক্ত পরীক্ষা হবে

- Advertisement -

নিপা সন্দেহে বেলেঘাটা আইডি’তে চিকিৎসাধীন যুবক। জ্বরের পাশাপাশি রয়েছে শ্বাসকষ্ট বলে জানিয়েছেন চিকিৎসকরা। প্রতি মিনিটে ২-৪ লিটার অক্সিজেন দেওয়া হচ্ছে তাঁকে। যুবকের বিপদ এখনও কাটেনি। সেই যুবকের নমুনা সংগ্রহ করে পুণের এন‌আইভি-তে পাঠানো হয়েছে আজ। শুকনো বরফ-সহ ত্রিস্তরীয় সুরক্ষায় এই নমুনা পাঠানো হয়েছে বলে জানা যাচ্ছে।

জানা যাচ্ছে যে এন‌আইভি’র নির্দেশিকা মেনেই ভাইরাল ট্রান্সপোর্ট মিডিয়া অর্থাৎ ভিটিএম বক্সে চার ধরনের নমুনা পাঠানো হয়েছে। নাক, গলার রসের পাশাপাশি মূত্র ও রক্তের নমুনাও সংগ্রহ করা হয়েছে। এন‌আইভি পুণের রিপোর্টের অপেক্ষা করছে স্বাস্থ্য ভবন। তিনি কি নিপা পজিটিভ? জানতে চায় স্বাস্থ্য ভবন।

   

পেশায় পরিযায়ী শ্রমিক এই যুবক পূর্ব বর্ধমানের বাসিন্দা, কর্মসূত্রে কেরলে থাকেন তিনি। গত কয়েকদিন ধরে তিনি অজানা জ্বরে আক্রান্ত। দেখাতে যান ন্যাশনাল মেডিক্যাল কলেজ হাসপাতালে। চিকিৎসকরা তাকে পরীক্ষা করে সন্দেহ হওয়ায় তাঁকে বেলেঘাটা আইডি হাসপাতালে স্থানান্তরিত করা হয়।

কেরলে বর্তমানে নিপা আক্রান্তের সংখ্যা ৬। তাঁদের মধ্যে ২ জনের মৃত্যু হয়েছে। এই পরিস্থিতিতে কেরল থেকে ফেরার পর এই যুবকও নিপা আক্রান্ত কিনা, সেই দিকেই তাকিয়ে রয়েছেন স্বাস্থ্য কর্তারা। রিপোর্ট পজিটিভ হলে কেরল থেকে নিপা কলকাতায় চলে আসবে। তবে রিপোর্টের অপেক্ষায় চিকিৎসকরাও।

- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular