পরিযায়ী শ্রমিক আলাউদ্দিন শেখের মৃত্যু ঘিরে উত্তপ্ত বেলডাঙা (Beldanga)। ঝাড়খণ্ডে হকারের কাজ করা পরিযায়ী শ্রমিক আলাউদ্দিন শেখের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয়। দেহে ছিল আঘাতের চিহ্ন। সেই দেহ মুর্শিদাবাদের বেলডাঙ্গায় আসতেই শুরু হয় বিক্ষোভ। ১২ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে ট্রেন আটকে শুরু হয় বিক্ষোভ। বিজেপি অভিযোগ করেছে এই বিক্ষোভের মুখে প্রশাসন কার্যত নীরব দর্শকের ভূমিকা পালন করেছে।
রাজ্যে আইন শৃঙ্খলার অবনতিতেই এই ধরণের ঘটনা ঘটেছে বলে দাবি করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। পাল্টা সুর চড়িয়েছে তৃণমূল কংগ্রেস। সুপ্রিমো মমতা বন্দোপাধ্যায় বলেছেন আজ জুম্মাবার মুসলিমরা নামাজ পড়তে আসে। মমতা নাম না করে বলেছেন কেউ কেউ সংখ্যালঘুদের উস্কে দিয়ে রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করতে চাইছে। মমতা স্পষ্টতই নাম না করে হুমায়ুন কবিরকে নিশানা করেছেন তা বলাই বাহুল্য।
রাজ্যে নিপা ভাইরাসের থাবা, স্বাস্থ্য দফতরের জরুরি নির্দেশিকা
তিনি আরও বলেন যে বিজেপি এবং নির্বাচন কমিশন যেভাবে মুসলিমদের নাম বাদ দিয়েছে তাতে মুসলিমদের ক্ষোভ প্রাসঙ্গিক। তিনি আরও বলেছেন বিজেপি ভোটে জিততে পারে না। তাই এই ধরণের দাঙ্গায় উস্কানি দিয়ে সংখ্যালঘুদের খেপিয়ে তুলছে। কিন্তু বিজেপি এই যুক্তি মানতে নারাজ। বিজেপির দাবি মুসলিমরা বিজেপিকে ভোট দেয় না। তাই বিজেপির পক্ষে এই ধরণের ঘটনায় উস্কানি দেওয়া কখনোই সম্ভব নয়।
উল্টোদিকে মমতা বন্দোপাধ্যায় সরাসরি সুর চড়িয়ে বলেছেন পরিযায়ী শ্রমিকরা বিজেপি শাসিত রাজ্যে গিয়ে হয়রানির শিকার হচ্ছেন এবং তাদের নির্মমভাবে হত্যা করা হচ্ছে। মমতা সরাসরি বিজেপিকে নিশানা করে বলেছেন বিজেপি শাসিত রাজ্যে বাঙালিদের এই হাল হচ্ছে তাহলে বিজেপি কি করে দাবি করে তারা বাংলায় বাঙালিদের ভোট পাবে। তবে এই ইস্যুতেই বিজেপি এবং রাজনৈতিক মহলের একাংশ বলেছে তৃণমূল এবং মমতা বন্দোপাধ্যায় এখন আদালতে ফেঁসে রয়েছে।
ইডি এবং সিবিআইয়ের তদন্তের কারণে তৃণমূলের ভাগ্য এখন শীর্ষ আদালতে ঝুলছে তাই মমতা বন্দোপাধ্যায় এবং তার দল ফের বাংলায় দাঙ্গা বাধিয়ে দিয়ে বিজেপির বিরুদ্ধে আক্রমণ শানাতে চাইছেন এবং তৃণমূলের এই অফুরন্ত দুর্নীতি থেকে মানুষের নজর ঘোরানোর চেষ্টা করছেন।
মুর্শিদাবাদের বেলডাঙা এমনিতেই বাবরি মসজিদ ইস্যুতে উত্তপ্ত এবং বিধানসভা নির্বাচনের আগে হুমায়ুন কবিরের তৃণমূল বিরোধী মন্তব্য যথেষ্ট সন্দেহ জাগায়। এমনটাই মনে করেছে তৃণমূল শিবির এবং জুম্মাবারে জমায়েত হওয়া মুসলিমদের উস্কে দিয়ে নিজের রাজনৈতিক স্বার্থ চরিথার্থ করছে হুমায়ুন এমনটাই দাবি তাদের।


