সাংবাদিক পেটানোয় গ্রেফতার মূল অভিযুক্ত মতিউর রহমান

কলকাতা: মুর্শিদাবাদের বেলডাঙ্গায় দু’দিন ধরে চলা অগ্নিগর্ভ পরিস্থিতির মধ্যে (Beldanga) কিছুটা আশার আলো। পরিযায়ী শ্রমিক আলাউদ্দিন শেখের মৃত্যুকে কেন্দ্র করে শুরু হওয়া বিক্ষোভের খবর সংগ্রহ…

woman-journalist-assault-beldanga-press-freedom-west-bengal

কলকাতা: মুর্শিদাবাদের বেলডাঙ্গায় দু’দিন ধরে চলা অগ্নিগর্ভ পরিস্থিতির মধ্যে (Beldanga) কিছুটা আশার আলো। পরিযায়ী শ্রমিক আলাউদ্দিন শেখের মৃত্যুকে কেন্দ্র করে শুরু হওয়া বিক্ষোভের খবর সংগ্রহ করতে গিয়ে আক্রান্ত হওয়া সাংবাদিক সোমা মাইতি এবং তাঁর চিত্রগ্রাহক রঞ্জিতের উপর হামলার মূল অভিযুক্ত মতিউর রহমানকে পুলিশ গ্রেফতার করেছে।

Advertisements

শনিবার বিকেলে পুলিশ মতিউরকে গ্রেফতার করেছে যা এলাকার উত্তেজনা কিছুটা কমাতে সাহায্য করেছে। পুলিশ জানিয়েছে, হামলার সঙ্গে যুক্ত আরও তিনজনকে আটক করা হয়েছে, এবং মোট ১৫-২০ জনকে এই ঘটনা ও বিক্ষোভের সঙ্গে যুক্ত করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।ঘটনার সূত্রপাত শুক্রবার (১৬ জানুয়ারি)। আলাউদ্দিন শেখ (৩০-৩৬ বছর বয়সী), যিনি ঝাড়খণ্ডে স্ক্র্যাপ ডিলার/হকার হিসেবে কাজ করতেন, তাঁর দেহ রহস্যজনকভাবে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়।

   

টাইগারদের বিপক্ষে কোহলির রেকর্ড ভেঙে ইতিহাস গড়লেন বিস্ময় বালক

পরিবারের অভিযোগ, তাঁকে বাংলা বলার জন্য বাঙালি বলে অপমান করে মারধর করা হয়েছে। দেহ গ্রামে আনার পর সুজাপুর কুমারপুর এলাকার বাসিন্দারা ক্ষোভে ফেটে পড়েন। তারা জাতীয় সড়ক ১২ (NH-12) ব্লক করে, টায়ার জ্বালিয়ে, রেললাইন অবরোধ করে বিক্ষোভ দেখান। বিক্ষোভকারীরা অভিযুক্তদের কঠোর শাস্তি, পরিবারকে ক্ষতিপূরণ ও চাকরি, এবং অন্যান্য রাজ্যে বাঙালি পরিযায়ী শ্রমিকদের নিরাপত্তার দাবি তোলেন।

এতে ট্রেন-বাস চলাচল ব্যাহত হয়, হাজারো যাত্রী আটকে পড়েন।বিক্ষোভের মাঝে খবর সংগ্রহ করতে গিয়ে সোমা মাইতি ও তাঁর চিত্রগ্রাহককে মারধর করা হয়। সোমাকে রাস্তায় টেনে নিয়ে যাওয়া হয়, মারধর করা হয়। অন্যান্য সংবাদমাধ্যমের অন্তত ১২ জন সাংবাদিকও আহত হন।

সোমা মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি, তাঁর মস্তিষ্কের স্ক্যান ও হাতের এক্সরে হয়েছে। এই হামলার তীব্র নিন্দা করেছেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস, যিনি এটাকে ‘ঘৃণ্য’ বলে অভিহিত করে পুলিশের নিষ্ক্রিয়তার সমালোচনা করেন।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিক্ষোভকারীদের শান্ত থাকার আহ্বান জানিয়ে বলেন, এটা পরিকল্পিত, কেউ উস্কানি দিচ্ছে। তিনি আহত সাংবাদিকদের পাশে থাকার বার্তা দেন এবং পরিবারকে ২ লক্ষ টাকা সাহায্য ঘোষণা করেন।রাজনৈতিক মহলে এই ঘটনা বিতর্কের ঝড় তুলেছে।

বিজেপি মুখপাত্র সম্বিত পাত্রা সাংবাদিকদের উপর হামলাকে তুলে ধরে রাজ্য সরকারকে দোষারোপ করেন, বলেন সরকার মবকে রক্ষা করছে। অন্যদিকে তৃণমূল নেতারা বলছেন, বিজেপি পরিস্থিতি উত্তপ্ত করছে। কলকাতা প্রেস ক্লাবও হামলার নিন্দা করে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে।

Advertisements