Bankura: কয়লা মাফিয়া লালার আগাম জামিনের আবেদন ফের প্রত্যাহার

নিউজ ডেস্ক: ফের বাঁকুড়া জেলা আদালতে আগাম জামিনের আবেদন জানিয়েও তা প্রত্যাহার করে নিলেন কয়লা পাচার কাণ্ডের অন্যতম অভিযুক্ত অনুপ মাজি ওরফে লালার আইনজীবী।

প্রসঙ্গত, বাঁকুড়ার মেজিয়া থানায় ২০১৭ সালের ১৫ জুলাই কালিকাপুর এলাকায় বেআইনিভাবে কয়লা উত্তোলন ও পাচার সংক্রান্ত এক পিটিশন দেন স্থানীয় বাসিন্দা কালীদাস ব্যানার্জী। মামলা দায়ের করার পাশাপাশি পুলিশ অভিযোগের তদন্তে নেমে অনুপ মাজি ওরফে লালার নাম পায়। সেই মামলায় চার্জশিট দেয় পুলিশ।

   

এরপরই আইনজীবী মারফত অনুপ মাজি ওরফে লালা বাঁকুড়া জেলা আদালতে আগাম জামিনের আবেদন জানালে গত ১০ সেপ্টেম্বর বিচারক তা খারিজ করে দেন। ফের একই মামলার প্রেক্ষিতে আগাম জামিনের আবেদন জানিয়েছিলেন অনুপ মাজি। যার শুনানি এদিন হওয়ার কথা ছিল।

অভিযুক্ত অনুপ মাজি ওরফে লালার আইনজীবী অনির্বাণ ব্যানার্জী বলেন, আমরা আগাম জামিনের জন্য আবেদন করেছিলাম। আজ শুনানির কথা ছিল, তবে তাঁরা আদালতে সেই আবেদন প্রত্যাহারের আবেদন করেছেন।

সরকারী আইনজীবী অরুণ কুমার চ্যাটার্জী বলেন, ওনারা আগাম জামিনের আবেদন করেছিলেন। এদিন আদালত নির্দ্ধারিত শুনানির দিনই সেই আবেদন প্রত্যাহার করেছেন।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন