সরকারি জমির দখলমুক্ত করতে পুরসভায় ডেপুটেশন বাংলা পক্ষর

 কলকাতাঃ  শহরের রাস্তায় হকার উচ্ছেদ নিয়ে কলকাতা পুরসভায় ডেপুটেশন জমা দিল বাংলা পক্ষ। বৃহস্পতিবার পুরসভার অ্যাডিশনাল কমিশনার প্রবাল কান্তি মাইতির কাছে ডেপুটেশন জমা দেয় দলের…

বাংলা পক্ষের প্রতিনিধি দল

 কলকাতাঃ  শহরের রাস্তায় হকার উচ্ছেদ নিয়ে কলকাতা পুরসভায় ডেপুটেশন জমা দিল বাংলা পক্ষ। বৃহস্পতিবার পুরসভার অ্যাডিশনাল কমিশনার প্রবাল কান্তি মাইতির কাছে ডেপুটেশন জমা দেয় দলের কলকাতা শাখার প্রতিনিধিরা। তাঁদের দাবি সরকারি জমি দখল করে যারা দীর্ঘদিন ধরে ব্যবসা করছে, সেই সমস্ত হকারদের যেন সরকারি পরিচয় পত্র যাচাই করা হয়। এবং প্রতিনিয়ত সার্ভে করা হয়। 

Advertisements

আপনি কি হাওড়ার লোকালের যাত্রী? তাহলে সপ্তাহান্তে চূড়ান্ত ভোগান্তি! বাতিল বহু ট্রেন

Advertisements

এই প্রতিনিধি দলে ছিলেন বাংলা পক্ষ কলকাতা জেলার সম্পাদক সৌম্য বেরা, নিখিলেশ চন্দ্র সিনহা,পল্লব বিশ্বাস এবং দীনবন্ধু মোদক সহ অন্যান্য সদস্যরা। পুরসভার অ্যাডিশনাল কমিশনারের সঙ্গে হকার উচ্ছেদের বিষয়টি নিয়ে কিছুক্ষণ আলাপচারিতাও করেন বাংলা পক্ষের নেতারা। এই প্রসঙ্গে কলকাতার জেলা সম্পাদক সৌম্য বেরা বলেন, “এই হকার সার্ভে শুধুমাত্র সাময়িক না, প্রতিনিয়ত সার্ভে হওয়ার প্রয়োজন, যাতে আবার কিছুদিন পর ভূমিপুত্র ছাড়া কোন বহিরাগত এসে দখল না করতে পারে।”

কলকাতায় খেলা চরমে! জগন্নাথ মন্দিরকে বলে বলে চ্যালেঞ্জ তিরুপতি মন্দিরের

তবে বাঙালি হকার উচ্ছেদ হলে তাঁদের পুণর্বাসন দেওয়ার দাবিও জানানো হয়েছে দলের তরফে। পাশাপাশি
বড়বাজার, রাজাবাজার, নিউ মার্কেট, খিদিরপুর, মেটিয়াবুরুজ, ধর্মতলা সহ সমস্ত বহিরাগত অধ্যুষিত এলাকা সহ পুরো কলকাতাতেই নজরদারি চালাতে হবে বলেও পুরসভার কাছে দাবি জানিয়েছেন সংগঠনের সদস্যরা। 

উপনির্বাচনে এই কেন্দ্রে বিরাট ধাক্কা খেতে পারে তৃণমূল!

সম্প্রতি কলকাতার ফুটপাথ ও সরকারি জমি বহিরাগত দখলদার মুক্ত করতে নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যেপাধ্যায়। তারপরেই জমি দখলদার সরাতে সক্রিয় হয়ে ওঠে রাজ্যের পুলিশ প্রশাসন। রাজ্যের বিভিন্ন জেলায় শুরু হয় উচ্ছেদ অভিযান। এরপর জমি কেলেঙ্কারিতে যুক্ত বেশকয়েকজন ব্যক্তিও গ্রেফতার করা হয়।