নিট বাতিল করে বাংলায় জয়েন্টের দাবিতে পথে বাংলাপক্ষ

Bangla pokkho fights for bengali

নিউজ ডেস্ক: বাংলার বুকে সমস্ত চাকরিতে ভূমিপুত্র সংরক্ষণ এবং মেডিকেলে ভর্তির ক্ষেত্রে নিট পরীক্ষা বাতিল করে বাংলা জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষাকে বাধ্যতামূলক করার দাবিতে পথে নামল বাংলাপক্ষ।

Advertisements

বাঙালিদের দাবি নিয়ে বেলঘরিয়া ষ্টেশনের এক নম্বর প্লাটফর্মের বাইরে থেকে একটি প্রতিবাদ মিছিল শুরু হয় এবং বিটি রোড রথতলায় সেই মিছিল শেষ হয়ে একটি পথসভা অনুষ্ঠিত হয়। মিছিলে ও সভায় মানুষের ভিড় ছিল চোখে পরার মত।এই প্রসঙ্গে বাংলাপক্ষের তরফে কৌশিক মাইতি বলেন, “পাহাড় থেকে মোহনা বাংলা পক্ষ তার বিস্তার রোজ জানান দিচ্ছে। নিজভূমে যখন কেউ তার ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হয় তখন সেই অধিকার বল পূর্বক আদায় করে নিতে হয়। ঠিক সেই দাবিতেই আমাদের এই মিছিল”

   

সংগঠনের তরফ থেকে সাধারণ সম্পাদক ও প্রতিষ্ঠাতা ডাঃ গর্গ চট্টোপাধ্যায় বলেন যে, “আমরা একটি অদলীয় রাজনৈতিক সংগঠন এবং তারা ভোটে লড়াই করে না কিন্তু বাঙালির অধিকার আদায়ের জন্য লড়াই করে এবং আমাদের এই লড়াই ভূমিপুত্র সংরক্ষণ করানোর জন্য যা সংগঠনের সদস্যরা আমৃত্যু লড়াই করবে”

Advertisements

গর্গ চট্টোপাধ্যায় তার ভাষনে স্পষ্ট করে বলে দেন বাঙালি জাতি এতদিন যে ভোট দিয়েছে এবার তাদের অধিকার বুঝে নেওয়ার সময় এসেছে। অন্যদিকে বাংলা পক্ষ শীর্ষ পরিষদের সদস্য কৌশিক মাইতি পশ্চিমবঙ্গে নিট বাতিল করে রাজ্য সরকারের জয়েন্ট পরীক্ষার প্রয়োজনীয়তা সম্পর্কে বলেন। এছাড়াও বক্তব্য রাখেন শীর্ষ পরিষদের সদস্য অমিত সেন এবং উত্তর ২৪ পরগনা শহরাঞ্চল জেলা সম্পাদক পিন্টু রায়।

প্রসঙ্গত, এই পরীক্ষার বিরোধিতা করেছে তামিলনাড়ু। এখন থেকে ডাক্তারি পড়ার জন্য তামিলনাড়ুর পড়ুয়াদের আর নিট পরীক্ষায় নাও বসতে হতে পারে। এই সংক্রান্ত একটি বিল সেখানকার বিধানসভায় পাশ করেছে। নতুন বিল অনুযায়ী ছাত্র ছাত্রীরা তাঁদের দ্বাদশের ফাইনাল পরীক্ষায় পাওয়া নম্বরের ভিত্তিতেই চিকিৎসা নিয়ে কলেজে ভর্তি হতে পারবেন। বিলটির নাম ‘তামিলনাড়ু অ্যাডমিশন টু মেডিক্যাল ডিগ্রি কলেজ বিল’।