HomeWest BengalKolkata CityBangla Pokkho: বাংলা পক্ষের তরফে এসএসসির অফিসের সামনে বিক্ষোভ কর্মসূচী

Bangla Pokkho: বাংলা পক্ষের তরফে এসএসসির অফিসের সামনে বিক্ষোভ কর্মসূচী

- Advertisement -

বৃহস্পতিবার বাংলা পক্ষ বাংলার যোগ্য চাকরি প্রার্থীদের সাথে কলকাতার নিজাম প্যালাসে এসএসসির( SSC)- এর রিজিওনাল অফিসে বিক্ষোভ কর্মসূচী প্রদর্শন করা হয় এবং ডেপুটি ডিরেক্টরকে ডেপুটেশন জমা দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে।

সম্প্রতি সিআরপিএফ (CRPF) কর্তৃপক্ষ একটি বিজ্ঞপ্তিতে জানিয়েছে এসএসসি-জিডি( SSC-GD-2021) এ বাংলার রাজ্য কোটায় বিহার-ইউপি থেকে ১৮৭৪ জন এবং এসএসসি-জিডি (SSC-GD-2022)-এ ৩৬২৭ জন জাল ডোমিসাইল দিয়ে চাকরি পেয়েছে৷ অর্থাৎ ৫৫০০ জন আধাসেনা জওয়ানের চাকরি বাতিলের মুখে।

   

বাংলা পক্ষের তরফে দাবি করা হয়েছে,
এসএসসি-জিডি (SSC-GD-2021/ 2022)-এ জাল ডোমিসাইল দিয়ে বাংলার রাজ্য কোটায় চাকরি পাওয়া বিহার-ইউপি সহ অন্যান্য রাজ্যের ক্রিমিনালদের খুঁজে বার করতে হবে। তাঁদের দাবি, ” ওয়েটিং লিস্ট প্রকাশ করে বাংলার প্রকৃত ডোমিসাইল দের চাকরি দিতে হবে। আমাদের ছেলেমেয়েরা বঞ্চিত৷ ওদের জন্য সুবিচার চাই৷ আধাসেনায় কোনো জাল ডোমিসাইল চলবে না৷” 

এই কর্মসূচীতে উপস্থিত ছিলেন বাংলা পক্ষর সাধারণ সম্পাদক অধ্যাপক গর্গ চট্টোপাধ্যায়, সাংগঠনিক সম্পাদক কৌশিক মাইতি, শীর্ষ পরিষদ সদস্য ডাঃ আব্দুল লতিফ এবং বিভিন্ন জেলা থেকে আসা চাকরি প্রার্থীরা।

এইদিন গর্গ চট্টোপাধ্যায়,কৌশিক মাইতি সহ চার সদস্যের প্রতিনিধি দল এসএসসি( SSC)-এর ডেপুটি ডিরেক্টরের সাথে দীর্ঘক্ষণ মিটিং করে এবং স্মারকলিপি জমা দেয়। এসএসসি(SSC) থেকে জানানো হয়েছে, তারা দিল্লির হেড অফিসে এই চিঠি পাঠাবেন যাতে বাংলার যোগ্য চাকরি প্রার্থীরা সুবিচার পায়।
বাঙালি সহ বাংলার স্থায়ী বাসিন্দাদের চাকরির স্বার্থে বাংলা পক্ষ লড়াই চালিয়ে যাবে দাবি করেছে বাংলা পক্ষের সদস্যরা।

- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular