Bharat Bandh: দ্বিতীয় দিনেও অশান্তি অব্যাহত, বন্ধ বাস, ব্যাঙ্ক পরিষেবা

সকাল থেকে রাজ্যের একাধিক জায়গায় চলছে অবরোধ মিছিল। এদিকে রাস্তায় বেরিয়ে চরম সমস্যার সম্মুখীন হতে হচ্ছে সাধারণ মানুষকে।

Advertisements

মঙ্গলবার বনধের দ্বিতীয় দিনে বাঘা যতীন মোড়ের কাছে বসে পড়েন ধর্মঘটিরা। পুলিশের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন বাম সমর্থকরা। এছাড়া দফায় দফায় অশান্ত হয়ে ওঠে হালতু, সাফুই পাড়ার মোড়, কসবা এলাকা।

   

এছাড়া নিত্যযাত্রীদের সঙ্গে বচসায় জড়িয়ে পরেন ধর্মঘটীরা। দফায় দফায় অশান্ত হয় বই পাড়াও। এদিকে বিক্ষোভ রুখতে তৎপর পুলিশ।

 

এদিন পূর্ব মেদিনীপুরের চণ্ডীপুরে ১১৬-র বি জাতীয় সড়কে সকাল থেকেই অবরোধ করেন ধর্মঘটীরা। দিঘা যাওয়ার এই রাস্তায় অবরোধের জেরে দাঁড়িয়ে যায় একাধিক গাড়ি। সিপিএমের জেলা সম্পাদক নিরঞ্জন সিহির নেতৃত্বে চলে অবরোধ।

Advertisements

অন্যদিকে কোচবিহারে আজও বেসরকারি বাস চলছে না। দোকানওপাটও কিছু জায়গায় বন্ধ।

 

বিক্ষোভকারীরা অভিযোগ করেন, পুলিশ তাঁদের মারধর করেছেন। উল্লেখ্য, কেন্দ্রীয় সরকারের বিবিধ নীতির প্রতিবাদে সোম এবং মঙ্গলবার দু’দিনের বনধের ডাক দিয়েছে শ্রমিক সংগঠন, ব্যাংক কর্মচারী সংগঠন-সহ বিভিন্ন সংগঠনের যৌথ মঞ্চ। সেই অনুযায়ী জায়গায় জায়গায় চলছে বিক্ষোভ, অশান্তি।