Jhalda: কংগ্রেসের কাউন্সিলর খুনে আদালতের রোষের মুখে পুলিশ

মঙ্গলবার পুরুলিয়ার ঝালদা পুরসভার কাউন্সিলর তপন কান্দুর খুনের ঘটনায় শুরু হয় মামলার শুনানি। এদিন মামলার শুনানি শুরু হয় বিচারপতি রাজা শেখর মান্থার এজলাসে। সম্প্রতি সিবিআই…

ssc high

মঙ্গলবার পুরুলিয়ার ঝালদা পুরসভার কাউন্সিলর তপন কান্দুর খুনের ঘটনায় শুরু হয় মামলার শুনানি। এদিন মামলার শুনানি শুরু হয় বিচারপতি রাজা শেখর মান্থার এজলাসে। সম্প্রতি সিবিআই তদন্তের দাবি করেন স্ত্রী পূর্ণিমা কান্দু।

এদিন তাঁর আইনজীবী জানান, মোট আসন ১২ তৃণমূল, ৫ কংগ্রেস ৫ এবং নির্দল দুটি আসন পেয়েছে। কংগ্রেসের কাউন্সিলর তপন কান্দু খুন হন ১৩ই মার্চ বিকেল ৪টের সময়। সেইসময় পুলিশের নাকা চেকিং চলেছিল। এই দলে একজন এস আই এবং তিনজন আর পুলিশ কর্মী ছিলেন। তিনি আরও জানান, ছাত্র নেতা আনিস খানের ঘটনার সঙ্গে তপন কান্দি খুনের ঘটনায় হুবহু মিল রয়েছে। খুনের মোটিভ খুব স্পষ্ট।কারণ তৃণমূল এবং কংগ্রেস আসন সমান সমান। তপন কান্দু রাজনৈতিক ভাবেই খুন হয়েছেন। পুলিশের মদতে আততায়ীরা তাঁকে খুন করেছেন।

তাঁর দাবি, স্থানীয় থানার অফিসার ইনচার্জ এসআই এই ঘটনায় সরাসরি যুক্ত। যে কারণে তাঁকে বুদ্ধি করে সরিয়ে দেওয়া হয়েছে। এদিন আদালত প্রশ্ন তোলে, তপন কান্দুর স্ত্রী পূর্ণিমার কান্দুর এফ আই আর বিষয়ে কী কী তদন্ত হয়েছে।
আদালত আরও প্রশ্ন করে, যদি পুলিশের সামনে গুলি করা হয়ে থাকে তাহলে কেন পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেরি করলেন? কেন অভিযুক্তদের বিরুদ্ধে পুলিশ কোন পদক্ষেপ নেয়নি এখনও অবধি? আদালতের পর্যবেক্ষণ স্পষ্ট যে ঝালদা পুলিশ সব জেনেও কোনও পদক্ষেপ গ্রহণ করেনি।

আগামী শুক্রবার মামলার পরবর্তী শুনানি। শুক্রবারের মধ্যেই তপন কান্দু খুনের মামলায় কেস ডায়েরি জামা দিতে হবে পুলিশকে। এছাড়া নিহত তপন কান্দুর পরিবার কে সব ধরনের নিরাপত্তা নিশ্চিত করবেন পুরুলিয়া পুলিশ সুপার।