Baishakhi Banerjee: জন্মদিনে খুনসুটি ও কেক মাখামাখিতে মজলেন শোভন-বৈশাখী

তৃ়ণমূল কংগ্রেস মুৃখপাত্র কুণাল ঘোষ আগেই কটাক্ষ করে বলেছেন, শোভন হলেন বৈশাখীর গ্ল্যাক্সো বেবি। আর তৃণমূল মহলে চাপা আলোচনা বৈশাখী হলেন শোভনের সিঁদূর পরানো বান্ধবী।

Boishakhi Banerjee celebrating her birthday with friends and family

রাজনীতিতে না হলেও তাঁরা চর্চায় রয়েছেন৷ চর্চায় রয়েছে তাঁদের খুশির মুহুর্ত৷ কখনও নতুন বছরের উদযাপন, কখনও বসন্তের রঙিন উৎসবে রাঙিয়ে দিয়েছেন একে অপরকে। সোমবার রাতে জীবনের আরও এক বৈশাখে পা দিলেন বৈশাখী (Baishakhi Banerjee)। জীবনের নতুন বছরে তাঁকে ভালোবাসায় ভরিয়ে দিলেন শোভন৷

জন্মদিন মানেই স্পেশাল কিছু৷ সেখানে জড়িয়ে থাকে মানুষের অনুভুতি, ভালোবাসা। বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের অপূর্ণ জীবনে তা সম্পূর্ণ করেছেন শোভন। কঠিন মুর্হুতে পাশে ছিলেন তাঁর। আজ জন্মদিনেও বুঝিয়ে দিলেন কতটা কাছের৷ উপহার ও কেক দিয়ে ভরিয়ে দিলেন বান্ধবীকে।

মঙ্গলবার স্যোশাল মিডিয়ায় ছবি পোস্ট করেছেন বৈশাখী বন্দ্যোপাধ্যায়৷ তাঁর নামের সঙ্গে বহুদিন আগেই জুড়ে দিয়েছিলেন শোভনকে৷ জন্মদিনের ছবি পোস্ট করে ক্যাপশনে বুঝিয়ে তাঁর কাছে মেয়ে মহুল ও শোভন কতটা স্পেশাল। একইসঙ্গে মায়ের দ্রুত আরোগ্য কামনার জন্য প্রার্থনাও করলেন৷

   

রাজনীতিতে সরাসরি যুক্ত না হলেও শোভন-বৈশাখী মানুষের মুখে মুখে৷ যদিও শোভন চট্টোপাধ্যায় আগেই জানিয়েছেন বাংলায় অরাজনৈতিক কেউ নন। সেকারণেই একাধিক ইস্যুতে মন্তব্য করতে দেখা যায় তাঁকে। অনেকেই বলছেন, এখনও সক্রিয় রাজনীতিতে আসার জন্য জল মাপছেন তিনি৷

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন