‘চক্ষুলজ্জা, মান সম্মান থাকলে…’ রত্নাকে ধুয়ে দিলেন শোভন ‘বান্ধবী’ বৈশাখী

বৈশাখীর সামনেই দুজনের ১০ মিনিটের বেশি সময় ধরে ঝামেলা চলে। সেই দৃশ্য বাকিরা মোবাইলে বন্দি করেন। তবে এই ভিডিওর সত্যতা খতিয়ে দেখেনি কলকাতা ২৪৭x৭.ইন।

Sovan Chatterjee and Baisakhi Banerjee

স্বামী-স্ত্রীর বিবাহ বিচ্ছেদ মামলায় দুতরফের কটূক্তিতে এবার তৃতীয়পক্ষের এন্ট্রি। আদালতের বারান্দায় তৃণমূল জনপ্রতিনিধি রত্না চট্টোপাধ্যায় ও প্রাক্তন মেয়র শোভন চ্যাটার্জির বাদানুবাদ হয়েছে ভাইরাল। এই ঝগড়ার সময়  শোভনের বান্ধবী বৈশাখীও ছিলেন। তার সামনেই রত্না ও শোভনের বাদানুবাদ হয়। সে বিষয়ে মুখ খুলেছেন বৈশাখী। তিনি বলেছেন, চক্ষুলজ্জা না থাকলে এমন করতে পারে কেউ। শোভনবাবু নির্বিবাদী।

রত্না শোভন বৈশাখী তিনজনের মধ্যে টানাপোড়েন চলছে। বৈশাখীকে প্রকাশ্যে সিঁদূর পরিয়েছেন শোভন। আর স্ত্রী রত্নার সাথে চলছে বিবাহ বিচ্ছেদ মামলা। সেই কারণে শনিবার আলিপুর আদালতে গেছিলেন তিনজনই। বৈশাখী জানিয়েছেন তিনি দূরেই ছিলেন। তখনই দেখেন রত্না ও শোভনের মধ্যে বাদানুবাদ শুরু হয়।

   

বৈশাখীর অভিযোগ, বিনা প্ররোচনায় যে ভাষা উনি আমাকে বললেন, কারও ন্যূনতম চক্ষুলজ্জা বা মান সম্মান বোধ থাকলে এরকম কেউ করতে পারে না। উনি তো জনপ্রতিনিধি।

বিবাহ বিচ্ছেদ নিয়ে আদালতে শোভন ও রত্নার মধ্যে কটূক্তি চরমে ওঠে। উপস্থিত অন্যান্যরা সেই দৃশ্য মোবাইলে বন্দি করেন। এই ভিডিও ভাইরাল হয়েছে। প্রকাশ্যে এই ঝগড়ায় তৃ়নমূল কংগ্রেস বিব্রত। কারণ রত্না বেহালা পূর্ব কেন্দ্রের টিএমসি বিধায়ক। আর শোভন প্রাক্তন মেয়র ও বিধায়ক। বৈশাখী বন্দ্যোপাধ্যায় সরাসরি রত্নার রুচি বোধ নিয়ে কটাক্ষ করেছেন। তিনি আগাগোড়া শোভনের পাশেই আছেন বলে জানান।\

<

p dir=”ltr” style=”text-align: justify;”>বৈশাখীর সামনেই দুজনের ১০ মিনিটের বেশি সময় ধরে ঝামেলা চলে। সেই দৃশ্য বাকিরা মোবাইলে বন্দি করেন। সেই ভিডিও ভাইরাল হয়েছে। তবে এই ভিডিওর সত্যতা খতিয়ে দেখেনি কলকাতা ২৪x৭.ইন।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন