Tuesday, November 25, 2025
HomeWest BengalKolkata CitySSC Scam: অঙ্কিতা-ববিতা-অনামিকা! চাকরি খোয়ালেন ‘ত্রিমূর্তি'

SSC Scam: অঙ্কিতা-ববিতা-অনামিকা! চাকরি খোয়ালেন ‘ত্রিমূর্তি’

সোমবার কলকাতা হাইকোর্ট বেনজির রায় দান করেছে। এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় বাতিল হয়েছে প্রায় ২৬ হাজার চাকরি। শুধু তাই নয় হাইকোর্ট বেতন ফেরত দেওয়ার নির্দেশও দিয়েছে। ১২ শতাংশ সুদের হারে আগামী চার সপ্তাহের মধ্যে সেই বেতন ফেরত দেওয়ার কথা বলা হয়েছে। হাইকোর্টের রায় দানের ফলে বেকার হয়ে এসএসসি নিয়োগ মামলায় কলকাতা হাই কোর্টের নির্দেশে চাকরি গিয়েছিল রাজ্যের শিক্ষা দফতরের প্রাক্তন প্রতিমন্ত্রী পরেশচন্দ্র অধিকারীর মেয়ে অঙ্কিতা অধিকারীর। সেই চাকরি পেয়েছিলেন ববিতা সরকার। কিন্তু ববিতার চাকরিও স্থায়ী হয়নি। তাঁর চাকরি পেয়েছিলেন অনামিকা রায়। সোমবার কলকাতা হাই কোর্টের রায়ের পর সেই অনামিকার চাকরিও বাতিল হল।

   
Advertisements

অর্থাৎ একজন থেকে ঘুরে চাকরি গিয়েছিল তিনজনের কাছে। কিন্তু শেষ অবধি সেই চাকরিও বহাল থাকল না। অঙ্কিতার নাম আদালতে প্রথম ওঠে ২০২২ সালের ১৭ মে। অঙ্কিতার নিয়োগের বিরুদ্ধে আদালতে মামলা করেছিলেন ববিতাই। সেই মামলায় জিতে অঙ্কিতার চাকরি এবং তাঁর বেতন বাবদ পাওয়া ১৪ লাখ টাকা পেয়েছিলেন তিনি। কিন্তু কালচক্রে সেই চাকরিও তিনি হারান। তাঁরও চাকরি যায় ২০২৩ সালের ১৬ মে। সেই চাকরি পান অনামিকা। ববিতার বিরুদ্ধে অভিযোগ উঠেছিল, আবেদনপত্রে নিজের নম্বর বেশি দেখিয়েছিলেন তিনি। অবশেষে আজ অনামিকার চাকরিও বাতিল করল আদালত।

   

ভোটের মুখে হাইকোর্টের এই রায়ে চাকরি বাতিল হয়েছে ২৬হাজার জনের। অনেকেই মনে করছে এতে মুখ পুড়েছে রাজ্য সরকারের। যদি আইনজীবী তথা সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় দাবি করেছেন সুপ্রিম কোর্ট পাঁচ মিনিটেই এই আদেশের ওপর স্থগিতাদেশ দেবে। এই নিয়ে সমাজ মাধ্যমে লিখেছেন কুণাল ঘোষ। তিনিও সওয়াল করেছেন যোগ্য চাকরিপ্রার্থীদের নিয়ে।

Advertisements

 

Latest News